ধর্মেন্দ্রর ‘প্রতিজ্ঞা’ দেখে কি রক্ত গরম হয়ে যায় সলমনের? চুলবুল পাণ্ডে কি তার ফল
সলমন খানের চুলবুল পাণ্ডের চরিত্রটি ধর্মেন্দ্রর প্রতিজ্ঞা ছবি থেকে অনুপ্রাণিত! ভাইজান তাঁর এই ছবি দাবাংয়ের জন্য প্রতিজ্ঞা থেকে অনুপ্রাণিত হয়েছিলেন বলে জানান বর্ষীয়ান অভিনেতা।
টুইটারে এক ভক্তের প্রশ্নের উত্তরে ধর্মেন্দ্র জানান সলমন নাকি নিজেই তাঁকে একবার বলেছিলেন যে তাঁর দাবাং ছবিটির চুলবুল পাণ্ডের চরিত্রটি ধর্মেন্দ্রর প্রতিজ্ঞা ছবি থেকে অনুপ্রাণিত। সেই ছবিতে এই বর্ষীয়ান অভিনেতা একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছিলেন যিনি তাঁর বাবা মার মৃত্যুর প্রতিশোধ নেবেন উর্দি পরেই। এই ছবিতে তাঁর সঙ্গে হেমা মালিনী, অজিতকে দেখা গিয়েছিল। একাধিক মজার মুহূর্ত আছে এই ছবিতে।
প্রতিজ্ঞা ছবিরই জনপ্রিয় গান হল ম্যায় জট ইয়ামলা পাগলা দিওয়ানা। আর এ হেন ছবি থেকেই নাকি সলমন পরবর্তীতে অনুপ্রেরণা পান নিজের ছবির!
গত সপ্তাহে ধর্মেন্দ্র তাঁর এবং হেমা মালিনীর একটি ছবি শেয়ার করেন টুইটারে। প্রতিজ্ঞা ছবির এই স্টিল পোস্ট করে তিনি লেখেন, ‘ভাইসব আমি কিন্ত যা খুশি করে ফেলতে পারি।’ এখানেই এক ভক্ত মন্তব্য করেন, ‘ভীষণ পছন্দের একটা ছবি। আমার মনে হয় দাবাং ছবিটি এই ছবি থেকেই অনুপ্রাণিত হয়েছিল।’
ধর্মেন্দ্র সেই ভক্তের প্রশ্নের উত্তরে বলেন, ‘হ্যাঁ প্রিয়, এমনকি সলমন নিজেই আমায় জানিয়েছে যে ওর সেই চরিত্র আমার এই ছবিটার থেকেই অনুপ্রাণিত। বন্ধুরা এটা সত্যি জেবামি দিলীপ সাহেবের চরিত্রগুলো করতে চেয়েছিলাম। (দেবদাস এবং মুঘল এ আজম ছবির সেলিমের চরিত্র)’ অভিনেতার উত্তর পেয়ে সেই ভক্ত বলেন, ‘অনেক ধন্যবাদ এটা জানানোর জন্য। আমার সত্যি মনে হতো সলমনের দাবাং এই ছবি থেকে অনুপ্রাণিত। অনেক ভালোবাসা নেবেন ধরম জি।’
দাবাং ছবিটির তিন পার্ট এখনও পর্যন্ত মুক্তি পেয়েছে। অন্যদিকে এই প্রতিজ্ঞা ছবির গান ম্যায় জট ইয়ামলা পাগলা দিওয়ানা থেকেই পরে ধর্মেন্দ্র এবং তাঁর দুই ছেলে ববি আর সানি দেওল অভিনীত ছবি ইয়ামলা পাগলা দিওয়ানা মুক্তি পেয়েছিল।
ধর্মেন্দ্রকে আগামীতে করণ জোহরের রকি অর রানি কি প্রেম কাহানি ছবিতে দেখা যাবে। তাঁর সঙ্গে এখানে রণবীর সিং, আলিয়া ভাট, জয়া বচ্চন, শাবানা আজমিকে দেখা যাবে।
For all the latest entertainment News Click Here