ধর্মগুরুর বিরুদ্ধে লড়াই জারি মনোজের, সত্য ঘটনা অবলম্বনে কোন গল্প বলবে ‘বান্দা’
প্রকাশ্যে এল মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee) অভিনীত ছবি বান্দার (Bandaa) ট্রেলার। সোমবার, ৮ মে এই ট্রেলার প্রকাশ্যে আসে। এখানে অভিনেতাকে একজন উকিলের চরিত্রে দেখা যাবে। জি ফাইভের তরফে তাদের ইউটিউব চ্যানেলে এই ছবির ট্রেলার প্রকাশ করা হয়। এটি ২ মিনিটের একটি ট্রেলার। এখানে মনোজ বাজপেয়ীকে একজন উকিলের চরিত্রে দেখা যাবে। একজন কিশোরীর হয়ে সাওয়াল করবেন তিনি। সেই কিশোরীটিকে একজন গুরু শারীরিক নির্যাতন করেছেন। কী করে তাঁর সত্য সবার সামনে আনেন মনোজ সেটাই এখানে তুলে ধরা হবে।
এই ট্রেলারে মনোজকে মলতে শোনা যায় যে এই লড়াই বহুদিন চলবে। একদিকে যখন সেই গুরুর ভক্তরা তাঁর গুণগান গেয়ে তাঁর পাশে দাঁড়ায় তখন অন্যদিকে মনোজ তাঁর লড়াই চালিয়ে যান সত্য খোঁজার এবং তাঁকে দোষী প্রমাণ করেন। এই ছবিতে যেমন ইমোশন আছে তেমনই আছে অ্যাকশন।
জি ফাইভের তরফে এই ভিডিয়ো শেয়ার করে লেখা হয়েছে, ‘একজন সাধারণ মানুষ যথেষ্ট। একজন সাধারণ উকিল একটি অসাধারন কেস লড়তে পারেন। কিন্তু তিনি কি এক ধর্মগুরুর বিরুদ্ধে জারি হওয়া এই লড়াই জিততে পারবেন?’
এই ছবিটি আগামী ২৩ মে মুক্তি পেতে চলেছে। সত্য ঘটনার উপর বানানো হয়েছে এই ছবি। অপূর্ব সিং কারকি এই ছবি পরিচালনা করেছেন। লিখেছেন দীপক কিংরানি।
এই ছবির বিষয়ে মনোজ ANI -কে দেওয়া একট সাক্ষাৎকারে বলেন, যখন বিনোদ ভানুশালী এবং সুপর্ণ এস বর্মা আমায় এই ছবিটির বিষয় বলে আমি গোটা স্ক্রিপ্ট শুনে মুগ্ধ হয়ে যাই। দর্শকরা এই ছবির গল্পের সঙ্গে একাত্ম হয়ে যাবেন। ভেসে যাবেন গল্পের স্রোতে। আমি নিশ্চিত সবাই এই ছবিটিকে দীর্ঘদিন মনে রাখবেন।’
মনোজ বাজপেয়ীকে শেষবার গুলমোহর সিরিজে দেখা গিয়েছিল। এটি ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছিল। এছাড়া আগামীতে তাঁর ফ্যামিলি ম্যান ৩ আসছে।
For all the latest entertainment News Click Here