দ্রৌপদীর থেকে দাদাসাহেব নিলেন আশা পারেখ, সেরা জাতীয় অভিনেতা অজয়, শুভেচ্ছা মোদীর
68তম ন্যাশনাল অ্যাওয়ার্ডে দাদাসাহেব পুরস্কার পেলেন আশা পারেখ। তাঁর হাতে সেই সম্মান তুলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একইদিনে সম্মানিত হন অজয় দেবগন আর দক্ষিণী অভিনেতা সূর্য। তাঁদের হাতে সেই সম্মান তুলে দেওয়া হয় শুক্রবার দিল্লির বিজ্ঞানভবনে কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রকের তরফে।
ভারতীয় সিনেমায় অভিনেত্রী আশা পারেখএর অবদানকে স্বীকৃতি দিয়েই তুলে দেওয়া হয় দাদাসাহেব সম্মান। ১৯৫২ সালে ‘আসমান’ ছবিতে শিশুশিল্পী হিসাবে অভিনয় সফর শুরু হয়েছিল এই বলিউড সুন্দরীর। এরপর ‘কাটি পতঙ্গ’,’তিসরি মঞ্জিল’, ‘দো বদন’,‘ক্যারাভান’ ‘উপকার’-এর মতো হিট ছবির নায়িকা হিসাবে দেখা মিলেছে তাঁর। হিন্দির পাশাপাশি গুজরাতি, পাঞ্জাবি ভাষার ছবিতেও দাপটের সঙ্গে একটা সময় কাজ করেছেন আশা।
আশাকে সম্মান জানিয়ে টুইট করেছেন নরেন্দ্র মোদী। লিখেছেন, ‘আশা পারেখজি একজন অসাধারণ চলচ্চিত্র ব্যক্তিত্ব। নিজের সুদীর্ঘ কেরিয়ারে তিনি বুঝিয়ে দিয়েছেন ভার্সেটালিটি কাকে বলে! ওঁকে দাদাসাহেব ফালকে পুরস্কারের জন্য অনেক শুভেচ্ছা।’
এদিন ‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ সিনেমার জন্য অজয় দেবগণকে সেরা অভিনেতার হিসেবে দেওয়া হয় জাতীয় পুরস্কার। যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার দেওয়া হয়েছে দক্ষিণী সুপারস্টার সূর্যকেও, তাঁর ‘সুরারাই পত্রু’সিনেমার জন্য। শিবাজি মাহারাজ ঘনিষ্ঠ যোদ্ধা তানাহাজিকে নিয়ে সিনেমা ছিল অজয়ের। এই ছবিতে ছিলেন কাজলও। প্রসঙ্গত, অজয়-কাজলের তানহাজিকে বেছে নেওয়া হয়েছে ‘Best Film Providing Wholesome Entertainment’ হিসেবেও জাতীয় পুরস্কারের মঞ্চে। এদিন জাতীয় পুরস্কার তুলে দেওয়া হয় বিশাল ভরদ্বাজের হাতেও, সেরা সঙ্গীত রচনার জন্য।
এদিন যাদের হাতে জাতীয় পুরস্কার ওঠে সবার ছবি শেয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেন, ‘যারা জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন তাদের সবাইকে অভিনন্দন। এই সম্মান তাদের সৃজনশীলতা এবং বিনোদন, শিল্প ও সংস্কৃতির জগতে তাঁদের অবদানের উপযুক্ত স্বীকৃতি।’
For all the latest entertainment News Click Here