দ্রাবিড় মোটেও ‘তরুণ’ কোচ নন, সামনেই বলে দিলেন বিরাট- ভিডিয়ো
ঠিক ১২ বছর আগের কথা। ২০১১ সালে ক্যারিবিয়ান সফরে আসে ভারতীয় দল। সেই সময় ভারতীয় দলের ক্রিকেটার ছিলেন রাহুল দ্রাবিড়। বর্তমানে ভারতীয় দলের কোচ তিনি। ক্রিকেটার হিসাবে সেটাই ছিল দ্রাবিড়ের শেষ ক্যারিবিয়ান সফর। অন্যদিকে সেই সিরিজে টেস্টে দলে অভিষেক হয় বিরাট কোহলির। আজ থেকে ঠিক ১২ বছর আগের ঘটনা। ১২ বছর পর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টেস্ট সিরিজ খেলতে গিয়েছে ভারত। ২০১১ সালের দলের দুই সদস্য এখন ভিন্ন ভূমিকা পালন করছেন। একজন ক্রিকেটার হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন। অন্যজন কোচের দায়িত্ব সামলাচ্ছেন। এই দুই হেভিওয়েটের কাছেই এই সিরিজ মর্যাদার লড়াই।
১২ বছর আগের কথা বিরাট কোহলি এবং রাহুল দ্রাবিড়, এই দু’জনেরই মনে পড়ছে। এই ১২ বছরে ক্যারিবিয়াব ক্রিকেট স্টেডিয়ামগুলি এবং মাঠের পরিবেশ অনেকটাই বদলেছে। স্টেডিয়ামে দর্শক আসনও বেড়েছে। একেবারেই অন্য ছবি দেখতে পাচ্ছেন তারা। ডমিনিকায় নামার আগে নস্ট্যালজিক বিরাট কোহলি ও রাহুল দ্রাবিড়। বিসিসিআই টিভিতে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে রাহুল দ্রাবিড় জানিয়েছেন, ‘আগের বারের থেকে এবারের পরিস্থিতি পুরোপুরি আলাদা। বিরাট সেই দলের একমাত্র সদস্য যে এই ম্যাচেও খেলছে। এটা ওর কাছেও বিশেষ অনুভূতি।’
ডমিনিকায় কেরিয়ারের প্রথম টেস্ট খেলতে নামেন বিরাট কোহলি। সেই ম্যাচের স্মৃতি টেনে এনে প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, ‘এখানে এসে যখনই সাজঘর আর মাঠে পা দিলাম, ১২ বছর আগের কথা মনে পড়ে গেল। এই দেশেই আমার টেস্ট ক্রিকেট শুরু হয়েছিল। ১২ বছরে ১০০-র উপর টেস্ট খেলে ফেলেছি। আমি স্বপ্নেও ভাবিনি যে ভারতের হয়ে এতগুলি টেস্ট খেলতে পারব। মাঝে মাঝে নিজেরই মনে হয় এটা স্বপ্ন। তবে ১২ বছর পর এখানে ফিরতে পেরে খুব ভাল লাগছে।’
সেই ভিডিয়োটিতে দ্রাবিড় বিরাটের প্রশংসা করে বলেছেন, ‘বিরাট যখন টেস্ট অভিষেক ঘটায় ততদিনে এক দিনের ক্রিকেটে নাম করেছে ও। কিন্তু টেস্টে ওর খেলা দেখে বুঝেছিলাম এই ছেলে লম্বা রেসের ঘোড়া। কত দিন খেলবে সেটা জানতাম না। কিন্তু ওর প্রতিভা সেই সিরিজেই বুঝে গিয়েছিলাম। তারপর থেকে ধীরে ধীরে ওকে পরিণত হতে দেখেছি।’ কোচ হিসাবে ওয়েস্ট ইন্ডিজে আসার অভিজ্ঞতার কথাও জানিয়েছেন দ্রাবিড়। তিনি বলেন, ‘পরিস্থিতি খানিকটা বদলেছে। সেই সিরিজের তরুণ বিরাট এখন দলের সব থেকে অভিজ্ঞ ক্রিকেটার। আর আমি এখন তরুণ কোচ। এই ভূমিকাতেও যে এই দেশে আসব তা কোনও দিন ভাবিনি।’
তবে বিরাট দ্রাবিড়কে তরুণ কোচ একেবারেই মানতে নারাজ। প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, ‘দ্রাবিড় অনেক দিন ধরে কোচিং করাচ্ছে। আমি ওঁকে তরুণ বলব না। আগের দিনই ওঁকে বলছিলাম যে ১২ বছর পরে যে দু’জন এই ভূমিকায় ডমিনিকায় নামব সেটা আমরা কোনও দিন ভাবিনি। কিন্তু জীবন এটাই। ভবিষ্যতে কী হবে কেউ বলতে পারে না।’
For all the latest Sports News Click Here