‘দ্য বিস্ট’, হরমনপ্রীতের ৩৪ তম জন্মদিনে শুভেচ্ছা ভক্তদের, বিশেষ বার্তা ঝুলনের
বর্তমানে ভারতীয় মহিলা দলের অধিনায়ক তিনি। দলকে একাধিক ম্যাচ জিতিয়েছেন। আবার সমালোচনার মধ্যেও পড়তে হয়েছে তাঁকে। সম্প্রতি মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে রান আউট হওয়ার পর বিতর্কে জড়ান তিনি। সেই ম্যাচে হারে ভারত। আর ভারতের সেই ম্যাচে হারের জন্য হরমনপ্রীতকে কউরকে কাঠগড়ায় তোলেন প্রাক্তন ক্রিকেটারদের একাংশ।
ম্যাচ হেরে তিনি যে বেশ হতাশ, তা বোঝা যায় ম্যাচের পর। ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে সান গ্লাস পরে আসেন তিনি। চোখেল জল ঢাকতেই এমন সিদ্ধান্ত নেন হরমনপ্রীত। সেই স্মৃতি এখনও টাটকা। আপাতত এখন উইমেন্স প্রিমিয়র লিগে খেলতে ব্যস্ত ক্রিকেটাররা। এবার মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়কত্ব পালন করছেন হরমন। আর সেখানেই নিজের ৩৪ তম জন্মদিন পালন করলেন ভারত অধিনায়ক। তাঁকে ‘দ্য বিস্ট’ বলে উল্লেখ করেন নেটিজেনরা।
হরমনকে শুভেচ্ছা জানাতে ভুললেন না তাঁর প্রাক্তন সতীর্থ ঝুলন গোস্বামী। টুইট করে শুভেচ্ছা জানিয় ঝুলন লিখেছেন, ‘শুভ জন্মদিন হরমনপ্রীত। আমি গর্বিত তোমার সঙ্গে খেলতে পেরে। তোমার এই সাফল্য দেখে আমি সত্যি খুশি। আরও এগিয়ে যাও।’ শুধু ঝুলন গোস্বামী একা নন। একই সঙ্গে উইমেন্স প্রিমিয়র লিগের পক্ষ থেকেও হরমনপ্রীতকে শুভেচ্ছা জানানো হয় বিশেষ একটি ভিডিয়োর মাধ্যমে। মুম্বই ইন্ডিয়ান্স দলের তরফ থেকেও অধিনায়ককে শুভেচ্ছা জানানো হয়।
শুধু প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটাররাই নন, হরমনকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর ভক্তরাও। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স দলের তরফ থেকেও শুভেচ্ছা জানানো হয়েছে ভারত অধিনায়ককে। ৯ মার্চ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। তার আগে অধিনায়কের জন্মদিনের সেলিব্রেশনে মাতবেন ক্রিকেটাররা।
ভারতের জার্সি গায়ে ১২৪টি ওডিআই ম্যাচ খেলে করেছেন ৩৩২২ রান। পাশাপাশি ১৫১টি টি-টোয়েন্টি ম্যাচে করেছেন ৩০৫৮ রান। এছাড়াও মাত্র ৩টি টেস্টে করেছেন ৩৮ রান। হরমনের ঝুলিতে রয়েছে ওডিআইতে ৫টি শতরান এবং ১৭টি অর্ধশতরান। এছাড়াও টি-টোয়েন্টিতে রয়েছে মাত্র ১টি শতরান।
For all the latest Sports News Click Here