দ্য ফ্যামিলি ম্যান করতেই চাননি মনোজ! নেপথ্যে ছিল স্ত্রীর বুদ্ধি
মনোজ বাজপেয়ী বলতে যে সিরিজ বা সিনেমাগুলোর কথা মনে পড়ে সেগুলোর অন্যতম হল ‘দ্য ফ্যামিলি ম্যান’। এই সিরিজটি দর্শক থেকে সমালোচক সকলের নজর কেড়েছে। ইতিমধ্যেই এই সিরিজের দুটি সিজন মুক্তি পেয়েছে। আগামীতে সিজন ৩ মুক্তি পাওয়ার কথা আছে। কিন্তু সম্প্রতি অভিনেতা একটি চমকপ্রদ তথ্য প্রকাশ্যে আনলেন এই সিরিজের। জানালেন তাঁর কাছে যখন প্রাথমিক ভাবে ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজের অফার এসেছিল তখন নাকি তিনি এই সিরিজটি করতেই চাননি। বরং এক প্রকার অফারটি ফিরিয়ে দিয়েছিলেন।
কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া যখন তাঁর সঙ্গে যোগাযোগ করেন এবং বলেন রাজ এবং ডিকে তাঁর সঙ্গে দেখা করতে চান এই সিরিজের বিষয়ে কথা বলতে চান তখন ‘সিরিজ’ শব্দটি শুনেই তিনি জানান যে তিনি ইচ্ছুক নন। মনোজ ভাবতেন সিরিজ মানেই কেবল যৌনতা, হিংসা এবং থ্রিলারধর্মী ঘটনা। পরে মুকেশ জোরাজুরি করলে মনোজ রাজি তিনি অবশেষে এই স্ক্রিপ্ট শুনতে রাজি হন। আর গল্পটি শোনার পর এতটাই মুগ্ধ হয়ে যান যে তিনি আর সেটাকে ফেরাতে পারেননি।
মনোজ একটি সাক্ষাৎকারে জানান তিনি ৮ মাস অন্য কোনও কাজ করেননি যখন এই প্রজেক্টে তিনি কাজ করছিলেন। আর এই গোটা ঘটনাটা তাঁর স্ত্রী শাবানার জন্য বেশ সমস্যাদায়ক হয়ে ওঠে বলেও তিনি জানান। একটি নিউজ পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ও ভাবছিল আমি বোধহয় এটা এক ধরনের সিরিয়াল করছি। আমায় ও জিজ্ঞেস করে এই ওটিটি আসলে কী? আমি ওকে তফাৎ বোঝালে আমায় পাল্টা প্রশ্ন করে ও। বলে তোমার হাতে কী টাকা নেই? নিজের কেরিয়ার ধ্বংস করছ কেন? সব তো ঠিকঠাক চলছে। এসব করলে সব কিছুই শেষ হয়ে যাবে।’ অভিনেতার শত বোঝানোর পরেও নাকি তাঁর স্ত্রী বুঝতে চাননি ওটিটি কী বা ভবিষ্যতে তার গুরুত্ব কত হতে চলেছে। পর যখন দ্য ফ্যামিলি ম্যান মুক্তি পায় সেটা নিয়ে চর্চা শুরু হয় তখন তাঁর কাছে সবটা পরিষ্কার হয়।
For all the latest entertainment News Click Here