‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখলেই নানা রকম ছাড় পাওয়া যাবে! এরকম অফার কোথায় দেওয়া হচ্ছে
অনুপম খের অভিনীত সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’ তুমুল জনপ্রিয়তা পেয়েছে। ছবিটি দর্শক ও চলচিত্র সমালোচকদের কাছ থেকে বেশ ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে। যদিও খুব কম সিনেমাহলে দেখা মিলছে কাশ্মীর ফাইলস সিনেমার। ফলে এর টিকিট খুঁজে পাওয়া কঠিন। ছবিতে কাশ্মীরি পণ্ডিতদের ওপর হওয়া নৃশংস অ্ত্যাচারকে তুলে ধরা হয়েছে। যা নিয়ে সোশ্যাল মিডিয়াতেও চলছে তুমুল আলোচনা। অনেকেই সিনেমার ছবি বা রিভিউ শেয়ার করে লিখেছেন, এই ছবিটি দেশের প্রত্যেক তরুণ-তরুণীদের দেখা উচিত। এমনকী, তাঁদের কাছে কিছু বিশেষ অফারও দেওয়া হচ্ছে। যার উদ্দেশ্য হল কাশ্মীরের ইতিহাস মানুষকে জানানো। এমন অনেকেই আছেন যাঁরা খাবারে ডিসকাউন্ট থেকে শুরু করে সিনেমার টাকা রিফান্ড করার অফারও দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।
‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালনা করেছেন বিবেক রঞ্জন অগ্নিহোত্রী। তাঁর স্ত্রী পল্লবী জোশীও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ইতিমধ্যেই দেখা করেছেন নির্মাতারা। সেই ছবি শেয়ার করে তাঁরা জানান, প্রধানমন্ত্রীও ছবিটির প্রশংসা করেছেন। ১১ মার্চ ছবিটি মুক্তি পায়। এমন অনেক ভিডিয়ো সামনে এসেছে যেখানে হল থেকে দর্শক বের হচ্ছে কাঁদতে কাঁদতে। কেউ কেউ অবশ্য সিনেমাকে ‘জঘন্য’ বলে সমালোচনা করার সুযোগ ছাড়েননি।
একজন টুইটার টুইট করেছেন এই নিয়ে। যাতে লেখা আছে, সুরাট-গুজরাটের ডায়মন্ড কাটিং অ্যান্ড পলিশিং ইউনিটের মালিক রামভাই তার কর্মচারীদের ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখার জন্য টিকিটের টাকা দিচ্ছেন।
আরেকটি পোস্ট আছে যেখানে লেখা আছে যে কাশ্মীর ফাইলসের টিকিট দেখালে ব্যক্তিকে খাবারে ১০ শতাংশ ছাড় দেওয়া হবে। যিনি পোস্ট করেছেন তিনি লিখেছেন, সত্যিই বেলগাঁওয়ে (কর্ণাটক) এমন ঘটছে।
For all the latest entertainment News Click Here