‘দ্য কাশ্মীর ফাইলস’-এর মুকুটে নতুন পালক, বিষয়টিকে ‘ঐতিহাসিক’ বলছেন বিশেষজ্ঞরা
আবার এক মাইলফলক পেরিয়ে গেল ‘দ্য কাশ্মীর ফাইলস’। প্রতি দিনই বাড়ছে বক্সঅফিসে এই ছবির আয়। বুধবার নিজের রেকর্ড নিজেই ভেঙে দিল বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবিটি।
নিজভূম থেকে কাশ্মীরি পণ্ডিতদের বিতাড়ণ এবং উচ্ছেদের ঘটনা নিয়ে তৈরি হয়েছে এই ছবিটি। সারা ভারতে ইতিমধ্যেই ভালো ব্যবসা করছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। বুধবার সেই হিসাবেই ছবিটির মুকুটে নতুন পালক যুক্ত হল।
এর আগে পর্যন্ত কোনও একটি দিনে ছবিটির সর্বোচ্চ আয় ছিল ১৮ কোটি টাকা। নিজের সেই রেকর্ডই ভেঙে দিল ‘দ্য কাশ্মীর ফাইলস’। বুধবার রাত পর্যন্ত ছবিটি রোজগার করে ফেলল ১৯ কোটি টাকা।
বলিউডের বাণিজ্য বিশেষজ্ঞ তরণ আদর্শ বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়ায় এই তথ্যটি জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘দ্য কাশ্মীর ফাইলস’-এ রোজগারের ঊর্ধ্বমুখ এক কথায় ঐতিহাসিক পর্যায়ে চলে গিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় তরণ লিখেছেন, একের পর এক বক্সঅফিস রেকর্ড ভেঙে ফেলছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। যে গতিতে এই ছবির আয় হু হু করে বাড়ছে, তাকে ঐতিহাসিকই বলা যায়।
তালিকা দিয়ে তরণ লিখেছেন:
- শুক্রবার: ৩.৫৫ কোটি
- শনিবার: ৮.৫০ কোটি
- রবিবার: ১৫.১০ কোটি
- সোমবার: ১৫.০৫ কোটি
- মঙ্গলবার: ১৮ কোটি
- বুধবার: ১৯ কোটি
- সব মিলিয়ে এখনও পর্যন্ত: ৭৯.২৫ কোটি
‘দ্য কাশ্মীর ফাইলস’-এর রোজগার যে হারে বৃদ্ধি পেয়েছে, সেটিই ঐতিহাসিক বলেছেন তরণ আদর্শ।
অনেকেরই বিশ্বাস, এই ছবি আগামী দিনে বক্সঅফিসের আরও বেশ কিছু রেকর্ড ভেঙে দিতে পারে। চলতি সপ্তাহের শেষে ছবিটির রোজগার কোথায় দাঁড়িয়ে থাকে, সেদিকেই তাকিয়ে রয়েছেন বলিউড বাণিজ্য বিশেষজ্ঞ থেকে সাধারণ দর্শক।
For all the latest entertainment News Click Here