‘দ্য কাশ্মীর ফাইলস’-এর প্রশংসায় পঞ্চমুখ বচ্চন পুত্র,‘কেউ ছবিটা দেখে খারাপ বলেনি’
‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে চর্চা যেন থামবার নাম নিচ্ছে না। এই ছবির বাঁধভাঙা সাফল্য অবাক করে দিয়েছে নির্মাতাদেরও। একাধিক বলিউড তারকা আগেই প্রশংসায় ভরিয়ে দিয়েছে এই ছবিকে। কঙ্গনা রানাওয়াত, অক্ষয় কুমার থেকে বরুণ ধাওয়ান- তালিকাটা বেশ লম্বা। এবার এই লিস্টে যোগ হল আরও একটি নাম, অভিষেক বচ্চন। হ্যাঁ, পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ছবির ভূয়সী প্রশংসা করলেন অভিষেক। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ার দেওয়ালে শেয়ার করে নিয়েছেন স্বয়ং পরিচালক, তিনি পালটা ধন্যবাদও জানিয়েছেন বচ্চন পুত্রকে।
গত ১১ই মার্চ বক্স অফিসে মুক্তি পেয়েছে এই ছবি। এক কথায় ‘আন্ডারডগ’ এই ছবি ভারতীয় বক্স অফিসে প্রায় ২৫০ কোটির ব্যবসা হাঁকিয়ে ফেলেছে। ১৯৯০ সালে কাশ্মীর উপত্যকা থেকে নির্মমভাবে কাশ্মীরি পণ্ডিতদের উচ্ছেদের বাস্তব কাহিনি উঠে এসেছে এই ছবিতে। মিঠুন চক্রবর্তী,অনুপম খএর, পল্লবী যোশি, দর্শন কুমারের মতো দুঁদে অভিনেতারা থাকলেও তথাকথিত ‘স্টার’ ছিল না এই ছবিতে, তাও সুপারহিট ‘দ্য কাশ্মীর ফাইলস’।
নিজের আপকামিং ছবি ‘দশভি’র প্রচারের ফাঁকেই অভিষেকের সামনে প্রশ্ন রাখা হয়েছিল রাজনীতি ও চলচ্চিত্র নিয়ে। বচ্চন পুত্র সটান জানান, ‘আপনি দ্য কাশ্মীর ফাইলসের কথা বলছিলেন, ছবিটা নিয়ে সর্বত্র আলোচনা হচ্ছে। আপনি যাই বলুন না কেন, ছবিটার সঙ্গে রাজনীতির রং লাগানোরও চেষ্টা করুন, সাম্প্রদায়িকতাকে জুড়ে দিন- সেটা আপনার বাক স্বাধীনতা। কিন্তু যদি ওই ছবিটা একটা ভালো ছবি না হতো, সেটা কোনওদিনও (বক্স অফিসে) চলতো না। আপনি অনেক মানে বার করতে পারেন, সেটার প্রভাব নিয়ে আলোচনা করতে পারেন। তবে একটা সফল ছবির ভিত সেটা ভালো ছবি, তবেই সেটা লোকে দেখছে’।
এরপর অভিষেক নিজে স্পষ্ট করেন এখনও ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখে উঠা হয়নি তাঁর। তবে জুনিয়র বচ্চন অকপটে জানান, ‘আমি এমন কাউকে দেখলাম না, যে ওই ছবিটা দেখে বাজে বলেছে। আর সেটাই কোনও সিনেমার একমাত্র সত্যি, ভালো ছবি ব্যবসা আনবে’।
অভিষেকের এই ভিডিয়ো ক্লিপ নিজের টুইটারে দেওয়ালে শেয়ার করে ধন্যবাদ জানান বিবেক অগ্নিহোত্রী। পালটা অভিষেক লেখেন, ‘খুব তাড়াতাড়ি এই ছবিটা দেখতে চাই’। নিজের আসন্ন ছবি ‘দশভি’তে একজন পড়াশোনা না জানা, দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতা হিসাবে দেখা যাবে অভিষেককে। নেটফ্লিক্স ও জিও সিনেমাতে আগামী ৭ই এপ্রিল মুক্তি পাবে এই ছবি।
For all the latest entertainment News Click Here