‘দ্য আর্চিস’-এর শ্যুটিং শেষ করলেন সুহানা, অগস্ত্যরা, সেটে থেকে ব়্যাপ আপের ছবি
শ্যুটিং শেষ হল ‘দ্য আর্চিস’-এর। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ব়্যাপ আপ ঘোষণা করলেন পরিচালক জোয়া আখতার। শ্যুটিংয়ের শেষ দিনে সেট থেকে একাধিক ছবি শেয়ার করেছেন পরিচালক।
‘সেরা ক্রু। সেরা কাস্ট। কৃতজ্ঞ’, ‘দ্য আর্চিস’-এর ব়্যাপ আপের ছবি শেয়ার করে লিখেছেন জোয়া। সকলে মিলে কেক কেটে দিনটি উদযাপন করলেন। ‘আর্চি কমিক্স’কে পর্দায় আনছেন তিনি। সাতটি চরিত্র এবং তাদের জীবনের নানা ঘটনাকে কেন্দ্র করে তৈরি হবে এই ছবি।
আরও পড়ুন: স্মৃতি আঁকড়ে জীবনের নতুন জার্নির গল্প, মুক্তি পেল ‘ইতি মেমোরিজ’-এর ট্রেলার
এই ছবি দিয়েই শাহরুখের মেয়ে সুহানা খান, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা এবং শ্রীদেবী-কন্যা খুশি কাপুরের অভিনয়ে হাতেখড়ি হচ্ছে। একই ছবিতে তিন তারকা-সন্তানের বলিউড সফর শুরু। সঙ্গে থাকছেন মিহির অহুজা, ডট, যুবরাজ মেন্দা এবং বেদং রায়না। নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘দ্য আর্চিস’।
হঠাৎ এমন বিষয় কেন বেছে নিলেন? এক সাক্ষাৎকারে জোয়া জানিয়েছিলেন, ‘এই কমিকটি আমার খুব প্রিয়। এটাই এমন একটা কমিক যার কেন্দ্রে রয়েছে শিশু এবং কিশোর-কিশোরীরা। তাদের খুব সাধারণ একটা জীবন দেখানো হয়েছে সেখানে। আটের দশকে আমি এটা পড়েই বড় হয়েছি। আমার শৈশব জড়িয়ে আছে ওই কমিকের সঙ্গে।’
তাঁর কথায়, ‘সেই চরিত্রগুলোকে নতুন প্রজন্মের সঙ্গে আলাপ করাতে পারব। আবার নস্টালজিয়া ফিরিয়ে আনতে পারব। আমি খুবই খুশি।’ আগামী বছরই ওটিটিতে মুক্তি পাবে ‘দ্য আর্চিস’।
For all the latest entertainment News Click Here