‘দ্য আর্চিস’-এর প্রস্তাব পেয়েছিলেন আরেক তারকা কন্যা, হেলায় ফিরিয়েছেন অফার
রোহিত রায় যাকে ‘খতরো কে খিলাড়ি সিজন ১৩’-এ দেখা গিয়েছে। খেলায় এক টাস্কের সময় চোট পেয়েছিলেন রোহিত, তাই তাঁকে বাড়ি ফিরতে হয়। সম্প্রতি তাঁর মেয়ে কিয়ারা সম্পর্কে মুখ খুলেছেন অভিনেতা। রোহিত এবং তাঁর স্ত্রী মানসী জোশী রায় দুজনেই অভিনেতা। বাবা-মায়ের পথ অনুসরণ করে মেয়ে কিয়ারাও কি অভিনয়কে পেশা হিসেবে বেছে নেবে? এ বিষয় অকপট রোহিত।
অনেকেরই অজানা, শুধু শাহরুখ কন্যা বা বনি কাপুর কন্যা নয়, রোহিতের মেয়েকেও জোয়া আখতার তাঁর আসন্ন নেটফ্লিক্স ছবি ‘দ্য আর্চিস’-এর জন্যে প্রস্তাব দিয়েছিলেন! সম্প্রতি রোহিত নিজেই মেয়ের সম্পর্কে মুখ খুললেন। রোহিত রায় এবং তার স্ত্রী মানসী জোশী রায় পেশায় অভিনেতা। দীর্ঘদিন ধরে বিনোদন শিল্পের সঙ্গে যুক্ত তাঁরা। সেই কারণে, মেয়ে তাদের পদাঙ্ক অনুসরণ করবে কিনা তা নিয়ে স্বাভাবিক কৌতূহল রয়েছে অনুরাগীদের। আরও পড়ুন: ‘লেট ইট বি…’, জিতুর সঙ্গে বিচ্ছেদের মাঝেই কেন একথা বললেন নবনীতা
এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে রোহিত এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘প্রায় দেড় বছর আগে শাবানা আজমির আয়োজিত একটি ফ্যাশন ইভেন্টে যোগ দিয়েছিলাম আমি। সেখানে প্রচুর মিডিয়া ব্যক্তিত্ব এবং প্যাপস এবং অবশ্যই অনেক তারকা ছিলেন। পরে, এক্সেল (প্রোডাকশন হাউস) আমাকে আর্চিসের জন্য কথা বলতে ডেকেছিল। আমি জানিয়েছিলাম, ও ব্রাউন ইউনিভার্সিটিতে পড়ছে, তবে জিজ্ঞেস করে দেখব। আমি ওকে বলেছিলাম, এটাও জানিয়েছিলাম। ও বলে এক্ষুনি প্রতিযোগিতায় অংশ নিতে চায় না, পড়াশোনা করতে চায়। একবার পড়াশোনাটা শেষ হোক, এরপর যদি ও এ বিষয় চিন্তাভাবনা করতে চায় আমরা পুরোপুরি সমর্থন করব’।
অভিনেতা হওয়ার পাশাপাশি, রোহিত রায় একজন লেখক এবং পরিচালকও। মেয়েকে ইন্ডাস্ট্রিতে লঞ্চ করার পরিকল্পনা করছেন কিনা জানতে চাওয়া হলে তাঁর সাফ মন্তব্য, ‘আমি মনে করি পরিচালকদের তাঁদের নিজের সন্তানদের পরিচালনা করা সবচেয়ে বড় ভুলগুলির মধ্যে একটি। এটি সবচেয়ে খারাপ জিনিস। আমি তাঁর জন্য প্রযোজনা করতে পারি কিন্তু তাঁকে পরিচালনা করতে পারি না’।
পরিচালক জোয়া আখতারের ছবি ‘দ্য আর্চিস’। নেটফ্লিক্সের এই ছবির হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ করছেন তিনজন স্টার কিড- সুহানা খান (শাহরুখ-গৌরী কন্যা), খুশি কাপুর (শ্রীদেবী ও বনি কাপুরের ছোট মেয়ে) এবং অগস্ত্য নন্দা (অমিতাভ বচ্চনের নাতি)।
আমেরিকার রিভারডেল হাইস্কুলের পড়ুয়া– বেটি, ভেরোনিকা, আর্চিরা জোয়ার হাত ধরে আসছে মায়ানগরীতে। ছবির গল্প মার্কিন কমিক ‘দ্য আর্চিস’ থেকে অনুপ্রাণিত হলেও চরিত্রগুলো গড়ে তোলা হয়েছে ৬০-এর দশকের ভারতের প্রেক্ষাপটে। এক কথায় জোয়া আখতার ভারতীয়করণ ঘটিয়েছেন আর্চিস কমিক্সের। ছবির প্রযোজনার দায়িত্বে জোয়া আখতার ও রীমা কাগতির ‘টাইগার বেবি ফিল্মস’। চলতি বছর ২৪শে নভেম্বর নেটফ্লিক্সে স্ট্রিমিং হবে ‘দ্য় আর্চিস’।
For all the latest entertainment News Click Here