দ্বিশতরান-সহ পরপর সেঞ্চুরি, তাও বিশ্বকাপের ‘ওপেনিং স্লটে গিলের জায়গা পাকা নয়’!
একদিনের বিশ্বকাপে ভারতের জাতীয় দল নিয়ে বড়সড় মন্তব্য করলেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার। সম্প্রতি ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ এক অনুষ্ঠানে বলেন, শুভমন বিশ্বকাপের দলে ওপেনিংয়ে শুভমনের জায়গা পাকা কিনা, তা নিয়ে তিনি এখনও নিশ্চিন্ত নন।
হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে দ্বিশতরান করে তাক লাগিয়ে দিয়েছেন শুভমন গিল। করেন ১৪৯ বলে ২০৮ রান। এই রান বিশ্বকাপে জাতীয় দলে ওপেনার হিসেবে তাঁর জায়গা পাকা করার পিছনে অনেক অবদান রাখবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে আরও এক তরুণ তুর্কি ইশান কিষাণও সম্প্রতি দ্বিশতরানের গণ্ডি পেরিয়েছেন। তাঁদের এই ২০০ রান করার প্রতিযোগিতা বিশ্বকাপের জাতীয় দলে জায়গা পাওয়াতেও বজায় থাকবে, তা বলার অপেক্ষা রাখে না।
এক সাক্ষাৎকারে বাঙ্গার বলেছিলেন, ইশান গিলের মতো একই কৃতিত্ব অর্জন করেছেন, তাই তিনি নিশ্চিত নন যে তাঁর স্থান নিশ্চিত করা হয়েছে কিনা। বাঙ্গার বলেন, ‘আমি এখনও শুভমনের জায়গা নিয়ে নিশ্চিত নই । কারণ স্পষ্টতই ইশান কিষাণ আছে। ও একজন বাঁহাতি। খুব বেশি দিন হয়নি এই ২০০ রান করেছে ও। আবার বয়সের দিক থেকেও খুব মিল। ইশানের বয়স ২৪ এবং শুভমনের বয়স ২৩। ফলে বিশ্বকাপে ভারতীয় দলে কে জায়গা করে নেবে তা বলাটা খুব কঠিন।’
তবে ভারতের হাতে এইরকম তরুণ প্রতিভাবান ক্রিকেটার থাকার প্রশংসা করে তিনি বলেছেন, ‘ক্রিকেটারদের নিজেদের মধ্যে প্রতিযোগিতা ভারতের জন্য দুর্দান্ত জিনিস হয়ে উঠবে। যারা ভালো খেলবে তারাই দলে জায়গা পাবে।’
অন্যদিকে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর জানিয়েছেন, বিশ্বকাপের আগে আইপিএল অনুষ্ঠিত হবে, ফলে যা কিছু হতে পারে। তিনি বলেন, ‘বিশ্বকাপের আগে আইপিএল হতে চলেছে। টুর্নামেন্ট শুরুর আগে প্রায় ২০টি ওডিআই ম্যাচ রয়েছে, তাই অনেক কিছুই হতে পারে। এখনই কোনও কিছু বলা সম্ভব নয়। সময় যত গড়াবে ততই বোঝা সম্ভব হবে।’
সম্প্রতি ২০০ রানে পর ইশান শান বাদ পড়লে শুভমন বাদ পড়তে পারে। তবে শুভমনের জায়গা নিয়ে তিনি আশাবাদী। তিনি বলেন, ‘ইশান কিষাণ ডবল সেঞ্চুরির পরে বাদ পড়েছিল। তাই শুভমনও প্রথম একাদশ থেকে বাদ যেতে পারে। তবে শুভমন গিল ওপেনার হওয়ার বিষয়ে কিছুটা এগিয়ে আছে।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here