দ্বিতীয় সর্বোচ্চ অতিরিক্ত CSK-র, বাজিমাত ডট বলে, IPL-এ সর্বাধিক মেডেন এই দলের!
আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে। তারপরও এবারের আইপিএলে অতিরিক্ত রান দেওয়ার (ওয়াইড এবং নো বল) তালিকায় দ্বিতীয় স্থানে আছে চেন্নাই সুপার কিংস। সংশ্লিষ্ট মহলের মতে, আইপিএল শুরুর দিকে নো-বলের ‘রোগ’ ছিল চেন্নাইয়ের বোলারদের। সেইসঙ্গে ডেথ ওভারে বোলাররা যেহেতু অফস্টাম্পের বাইরে বল করার চেষ্টা করতেন, তাই একাধিক ওয়াইড হয়েছে। যে লাইনে বল করতেন চেন্নাইয়ের বোলিং কোচ ডোয়েন ব্র্যাভো। তার ফলে অতিরিক্তের সংখ্যা বেশি হলেও খুব একটা অসন্তুষ্ট হবেন না মহেন্দ্র সিং ধোনি। আর পরিসংখ্যানও বলছে যে সর্বাধিক ডট বলের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ধোনির বোলাররা। শীর্ষে আছে গুজরাট টাইটানস। যে দলের তিন বোলার এবার আইপিএলের সর্বোচ্চ উইকেটের সংগ্রাহকের তালিকার প্রথম তিনে আছেন।
তারইমধ্যে সর্বোচ্চ অতিরিক্তের তালিকার শীর্ষে আছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। প্লে-অফে উঠলেও যে দলের বোলিং লাইন-আপ যথেষ্ট দুর্বল এবং অনভিজ্ঞ ছিল। তবে ধোনির দলের মতোই মুম্বইয়ের বোলাররা ডট বল করে সেই অতিরিক্তের প্রায়শ্চিত্ত করেছেন। সর্বাধিক ডট বলের তালিকায় তৃতীয় স্থানে আছে মুম্বই। আবার সর্বাধিক মেডেন ওভারের তালিকার শীর্ষে আছে রিকি পন্টিং, সৌরভ গঙ্গোপাধ্যায়দের দিল্লি ক্যাপিটালস। যে দল এবার এবারের আইপিএলে ১০ টি দলের মধ্যে নবম হয়েছে।
আরও পড়ুন: হাঁটুর চোট নিয়ে চিন্তায় ধোনি, পরের IPL-এ ফেরার লক্ষ্যেই অস্ত্রোপচার করাতে পারেন ক্যাপ্টেন কুল
কোন দল সবথেকে বেশি ডট বল করেছে?
১) গুজরাট টাইটানস: ৭৬১।
২) চেন্নাই সুপার কিংস: ৬৭২।
৩) মুম্বই ইন্ডিয়ান্স: ৬৪৪।
সবথেকে বেশি অতিরিক্ত দিয়েছে কোন দল (ওয়াইড এবং নো বল)?
১) মুম্বই ইন্ডিয়ান্স: ৯৬।
২) চেন্নাই সুপার কিংস: ৯৬।
৩) দিল্লি ক্যাপিটালস: ৮০।
সবথেকে বেশি উইকেট নিয়েছে কোন দল?
১) গুজরাট টাইটানস: ১২৬।
২) চেন্নাই সুপার কিংস: ১১২।
৩) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ৯৫।
আরও পড়ুন: IPL 2023 Fielding Stats: সর্বাধিক রান সেভ CSK-র, ক্যাচ মিসের শীর্ষে MI, IPL-এ ফিল্ডিংয়ে হিট ও ফ্লপ কারা?
সবথেকে বেশি মেডেন ওভার করেছে কোন দল?
১) দিল্লি ক্যাপিটালস: ৪।
২) রাজস্থান রয়্যালস: ৩।
৩) গুজরাট টাইটানস: ২।
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে – ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here