দ্বিতীয় ভারতীয় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০ ক্যাচ ধরার নজির বিরাট কোহলির
শুভব্রত মুখার্জি: আমদাবাদের চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন শেষে ব্যাকফুটে রয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। ইতিমধ্যেই ৪০০-র বেশি বড় ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারতীয় দল। চতুর্থ টেস্টে এখন পর্যন্ত ভারতের বড় প্রাপ্তি রবিচন্দ্রন অশ্বিনের ছয় উইকেট। পাশাপাশি দ্বিতীয় দিন এক অনন্য নজির গড়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলিও। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় ভারতীয় হিসেবে তিনি ৩০০টি ক্যাচ ধরার কৃতিত্ব অর্জন করলেন এদিন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।
এদিন বিরাট এই নজির গড়েন অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের সময়ে। রবিচন্দ্রন অশ্বিনের বলে তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের ৩০০তম ক্যাচটি লোফেন বিরাট কোহলি। অশ্বিনের বলে নাথান লিয়নের ক্যাচটি প্রথম স্লিপে তালুবন্দি করে এই নজির গড়েন বিরাট। এদিন নাথান লিয়ন আউট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় অজিদের ইনিংস। প্রথম ইনিংসে ৪৮০ রানের বিরাট স্কোর খাড়া করেছে অজিরা। অজিদের হয়ে দুটি শতরানের ইনিংস খেলেছেন উসমান খোয়াজা এবং ক্যামেরুন গ্রীন। উসমান খোয়াজা ১৮০ এবং গ্রীন ১১৪ রান করে আউট হন।
আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে সর্বাধিক ক্যাচ ধরার নজির রয়েছে বর্তমান ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়ের। তাঁর ঝুলিতে রয়েছে ৩৩৪টি ক্যাচ। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন মহম্মদ আজহারউদ্দিন। তিনি তাঁর দীর্ঘ ১৬ বছরের কেরিয়ারে ধরেছেন ২৬১টি ক্যাচ। টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে সুনীল গাভাসকারের ধরা ১০৮টি ক্যাচের নজিরকেও টপকে গিয়েছেন কোহলি। দীর্ঘতম ফর্ম্যাটেও ভারতীয়দের মধ্যে ক্যাচ ধরার ক্ষেত্রে শীর্ষে রয়েছেন রাহুল দ্রাবিড়। তাঁর ঝুলিতে রয়েছে ২১০টি ক্যাচ। আমদাবাদ টেস্টে দ্বিতীয় দিন শেষে ভারতের রান ৩৬/০। অস্ট্রেলিয়ার থেকে তারা পিছিয়ে ৪৪৪ রানে।
For all the latest Sports News Click Here