দ্বিতীয় বিয়ের পর ফের অন্তঃসত্ত্বা মা, শুনে ঠিক কী অনুভূতি হয়েছিল ১৫ বছরের পলকের?
রাজা চৌধুরীর সঙ্গে বিবাহ-বিচ্ছেদের পর অভিনব কোহলিকে বিয়ে করেন শ্বেতা তিওয়ারি। অভিনবকে বিয়ে করার পর ২০১৬ সালে দ্বিতীয়বার মা হওয়ার খবর শোনান শ্বেতা। তখন তাঁর প্রথম সন্তন পলকের বয়স ১৫। দ্বিতীয় বিয়ের পর মায়ের দ্বিতীয় সন্তান আসার কথা শুনে ঠিক কী অনুভূতি হয়েছিল পলক তিওয়ারির? সম্প্রতি সে বিষয়ে মুখ খুলেছেন পলক নিজেই।
ফিল্ম কম্প্যানিয়নকে দেওয়া সাক্ষাৎকারে এবিষয়ে মুখ খোলেন পলক তিওয়ারি। তাঁর কথায়, ‘বেশ মনে আছে, তখন আমার ১৫ বছর বয়স, তখন মা আমায় একথা বলেছিল। আমি খুবই বিরক্ত হয়েছিলাম। মা বলেছিল, তুমি কি জানো আমার আরেকটা বাচ্চা আসতে চলেছে? আমি বলেছিলাম, ‘না! না! (মাথা নেড়ে) ফের মুখে বললাম, না! বিষয়টা খানিকটা এই রকম ছিল, নো….! মা তখন প্রশ্ন করল, তুমি কি বলতে চাও, না? আমি মায়ের সঙ্গে এমনভাবে কথা বললাম যেন আমার মায়ের সঙ্গে কোনও চুক্তি ছিল। আর তিনি সেই চুক্তি ভেঙেছে। এদিকে মা তখন আমার দিকে দেখছে, আর কথা বলছে। বললেন, কী বলতে চাইছ তুমি? উত্তর দিলাম, আসে আমায় কেউ বলেনি যে তোমার আবার বাচ্চা হবে। আমি প্রস্তুত ছিলাম না। এমনটা কিন্তু কথা ছিল না। মা তখন বলল অতিরিক্ত প্রতিক্রিয়া দিও না।’
প্রসঙ্গত, ভীষণই অল্পবয়সে ভালোবেসে রাজা চৌধুরীকে বিয়ে করেছিলেন শ্বেতা তিওয়ারি। দীর্ঘ ৯ বছর সংসার করার পর ২০০৭ সালে সেই বিয়ে ভেঙে যায়। প্রথম বিয়ের পর মাত্র ২০ বছর বয়সেই মা হয়েছিলেন শ্বেতা। পরে তিন বছর ডেট করার পর ২০১৩ সালে অভিনব কোহলিকে বিয়ে করেন শ্বেতা। ২০১৬ সালে তাঁদের পুত্র সন্তান হয়, নাম রাখেন রেয়াংশ। গার্হস্থ্য হিংসার অভিযোগ শ্বেতার সেই বিয়েও ভেঙে যায়। দ্বিতীয় স্বামীর বিরুদ্ধে মেয়ে পলককেও হেনস্থার অভিযোগ আনেন শ্বেতা। তাঁর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় অভিনব কোহলিকে। ২০১৯-এ শ্বেতার দ্বিতীয় বিয়ের আইনি বিচ্ছেদ হয়।
For all the latest entertainment News Click Here