দ্বিতীয় পেসার হিসেবে টেস্টে ৬০০ উইকেট ব্রডের, বলের নিরিখে মন্থরতম
শুভব্রত মুখার্জি: বুধবার চলতি অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্ট শুরু হয়েছে ম্যাঞ্চেস্টারে। সিরিজে আপাতত ২-১ ফলে পিছিয়ে রয়েছে ইংল্যান্ড। এই অবস্থায় এদিন টসে জিতে তারা বোলিংয়ের সিদ্ধান্ত নেন। আর লাল বল হাতে ম্যাঞ্চেস্টারের ২২ গজকে এদিন মাতালেন স্টুয়ার্ট ব্রড। টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় পেসার এবং পঞ্চম বোলার হিসেবে ৬০০ উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি। ট্র্যাভিস হেডকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে এই নজির গড়লেন তিনি। পাশাপাশি আরও একাধিক নজিরও গড়েছেন এই ইংলিশ পেসার।
প্রসঙ্গত, এই টেস্ট শুরুর আগে ৫৯৮টি উইকেট ছিল স্টুয়ার্ট ব্রডের ঝুলিতে। দিনের শুরুতেই অজি ওপেনার উসমান খোয়াজাকে এলবিডব্লিউ আউট করে তিনি পৌঁছে যান ৫৯৯ উইকেটে। এরপর ট্র্যাভিস হেডকে সাজঘরের রাস্তা দেখিয়ে পৌঁছে যান টেস্ট কেরিয়ারের ৬০০তম উইকেটে। টেস্ট ক্রিকেটের ২০০ বছরের ও বেশি সময়ের ইতিহাসে মাত্র দুই পেসার ৬০০ উইকেট নিয়েছেন। কাকাতলীয়ভাবে এরা দু’জনেই ইংল্যান্ডের বর্তমান টেস্ট দলের হয়ে খেলেন। একজন জেমস অ্যান্ডারসন, অপরজন স্টুয়ার্ট ব্রড।আরও আশ্চর্যজনক মিল হল এই দু’জনেই তাদের ৬০০তম উইকেটটি নিয়েছেন নিজেদের দেশের মাটিতে। ২০২০ সালে সাউদাম্পটনে জেমস অ্যান্ডারসন নিন তাঁর ৬০০তম উইকেটটি। আর ২০২৩ সালে ম্যাঞ্চেস্টারে ব্রড নিলেন তাঁর কেরিয়ারের ৬০০ তম উইকেট।
পাশাপাশি টেস্ট ইতিহাসে পঞ্চম বোলার হিসেবে ৬০০ উইকেট নিয়েছেন ব্রড। তবে ম্যাচ খেলার নিরীখে সবথেকে মন্থরতম ৬০০ উইকেট নেওয়া টেস্ট বোলার তিনি। এই তালিকায় শীর্ষে রয়েছেন মুথাইয়া মুরলিধরন। তিনি ১০১ ম্যাচ খেলে নিয়েছিলেন ৬০০ উইকেট। দ্বিতীয় স্থানে থাকা অনিল কুম্বলে ১২৪ ম্যাচে, শেন ওয়ার্ন ১২৬ ম্যাচে, জেমস অ্যান্ডারসন ১৫৬ ম্যাচে এবং স্টুয়ার্ট ব্রড ১৬৬ ম্যাচে নিয়েছেন ৬০০ তম টেস্ট উইকেট।
টেস্টে সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায় এক নম্বরে রয়েছেন মুথাইয়া মুরলিধরন (৮০০), দ্বিতীয় স্থানে রয়েছেন শেন ওয়ার্ন (৭০৯), তৃতীয় স্থানে রয়েছেন জেমস অ্যান্ডারসন (৬৮৮), চতুর্থ স্থানে রয়েছেন অনিল কুম্বলে (৬১৯) এবং পঞ্চম স্থানে রয়েছেন স্টুয়ার্ট ব্রড (৬০০)। এদিন ৬৫ বলে ৪৮ রান করে হেড, রুটের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্রড টেস্টে ৬০০ উইকেটে পৌঁছে যান। ২০০৭ সালে ইংল্যান্ডের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে অভিষেক হয়েছিল ব্রডের। প্রথম উইকেটটিও নেন শ্রীলঙ্কার বিরুদ্ধে। সেদিন কলম্বোতে চামিন্ডা ভাসের উইকেটটি নিয়েছিলেন তিনি। অজিদের বিরুদ্ধে এখনও পর্যন্ত টেস্টে ১৪৯ উইকেট নিয়েছেন ব্রড। যা ইংরেজ বোলারদের মধ্যে সর্বোচ্চ। যার মধ্যে আবার ১৭ বার ডেভিড ওয়ার্নারকে আউট করেছেন তিনি।
For all the latest Sports News Click Here