দ্বিতীয় দিনে কিফ জুড়ে বইল কেবল চঞ্চল ‘হাওয়া’, ছবি মুক্তি পেল বাংলায়
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বইছে বাংলাদেশের ‘হাওয়া’। আর সকলেই মত্ত চঞ্চলের সেই হাওয়ায়। চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে নন্দনের ভিড় ধরে রাখল এই ছবি। ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যে এই ছবি ব্যাপক সাড়া পাবে সেটা আগেই বোঝে গিয়েছিল খানিকটা। এবার বাস্তবে সেটাকে প্রতিফলিত হতে দেখা গেল।
১৬ ডিসেম্বর, শুক্রবার নন্দনের ১ নম্বর প্রেক্ষাগৃহে দেখানো হল বাংলাদেশের ব্লকব্লাস্টার ছবি হাওয়া। কিছুদিন আগে নন্দনে যে বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছিল তখনও এই ছবিটিকে ঘিরে দর্শকদের মধ্যে একই রকমের উন্মাদনা দেখা গিয়েছিল। বিকেল থেকেই এই ছবির জন্য লম্বা লাইন পড়তে দেখা যায় হলের সামনে।
এই বিষয়ে বলে রাখা ভালো, ছবিটি কেবল ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হচ্ছে এমনটা নয়, এই ছবি শুক্রবার পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে। এদিন চঞ্চল চৌধুরী পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে নন্দনে আসেন। গাড়ি থেকে নামতে না নামতেই তাঁদের দর্শকরা ঘিরে ধরেন। পছন্দের অভিনেতার সঙ্গে কোন সিনেমাপ্রেমী চান না ছবি তুলতে! এবারও যেন তার অন্যথা হল না।
দুদিন আগেই কলকাতায় হাওয়া নিয়ে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। কিন্তু সেখানে তিনি উপস্থিত থাকতে পারেননি। অভিনেতার বাবা ভীষণই অসুস্থ। তিনি হাসপাতালে ভর্তি। তাই তখন না এলেও তার দুদিন পর তিনি কলকাতা আসেন। ওদিকে বাবা বাংলাদেশের হাসপাতালে, এদিকে তিনি ছবির জন্য এপার বাংলায়। ফলে অভিনেতার জন্য এটা যে একটা কঠিন সময় সেটা বলাই যায়।
শুক্রবার এই ছবির একটা সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় নন্দনে। এই ছবির কলাকুশলীদের সঙ্গে সৃজিত মুখোপাধ্যায়ও উপস্থিত ছিলেন। শুধু এদিন নয়, বৃহস্পতিবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন চঞ্চল। সেই বিষয়ে তিনি আনন্দবাজারকে বলেন, ‘ প্রতি বছর এই অনুষ্ঠান ইউটিউব চ্যানেল বা টিভি চ্যানেলে দেখে থাকি। এবার সেখানে সশরীরে থাকতে পারা আমার কাছে ভীষণই সম্মানের।’ একই সঙ্গে তিনি বলেন, ‘ যাঁরা ওই মঞ্চে ছিলেন তাঁদের মধ্যে বসে থাকতে একটু অস্বস্তি বোধ হচ্ছিল। আমার মতে আমি তাঁদের তুলনায় ভীষণই নগন্য। অরিজিতের মতো আমিও চেষ্টা করেছিলাম যদি পিছনের সারিতে বসা যায়। বাংলাদেশ হলে সেটাই করতাম।’
সম্প্রতি টলিউডের অন্দরে কান পাতলে এক নতুন খবর শোনা যাচ্ছে, সৃজিতের সঙ্গে নাকি চঞ্চল আগামীতে কাজ করতে চলেছেন। এই বিষয়ে তিনি কিছু না বললেও, এটা বলেন যে, ‘আমি ওঁর খুব বড় অনুরাগী। কথাবার্তা চলছে। সময় হলে জানতে পারবেন।’
For all the latest entertainment News Click Here