দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই গড়বেন অভিনব সেঞ্চুরি! ইতিহাসের সামনে অজি বোলার লিয়ন
২০২৩ সালের অ্যাশেজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি আজ অর্থাৎ ২৮ জুন থেকে লন্ডনের লর্ডসে অনুষ্ঠিত হতে চলেছে। ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার এই ম্যাচের মাধ্যমে অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লিয়ন নিজের নামে একটি বিশেষ রেকর্ড গড়তে চলেছেন। আসলে, দেশের জার্সি গায়ে টানা ১০০টি টেস্ট ম্যাচ খেলতে চলেছেন তিনি। বোলার হিসাবে এই রেকর্ড গড়বেন নাথান লিওন। এর আগে কোনও বোলার এমনটি করতে পারেননি।
অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লিয়ন তাঁর দলের হয়ে টানা ৯৯টি টেস্ট ম্যাচ খেলেছেন। এখন তিনি ইতিহাস গড়া থেকে মাত্র এক ধাপ দূরে রয়েছেন। লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ২০২৩ সালের অ্যাশেজের দ্বিতীয় টেস্ট খেললে লিয়নই হবেন প্রথম বোলার যিনি টানা ১০০টি টেস্ট ম্যাচ খেলবেন। লিয়ন এখন পর্যন্ত তাঁর ক্যারিয়ারে ১২১টি টেস্ট ম্যাচ খেলেছেন, যার মধ্যে তিনি টানা ৯৯টি ম্যাচ খেলেছেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজের প্রথম টেস্ট ম্যাচে মোট ৮ উইকেট নিয়েছিলেন লিয়ন। দুই ইনিংসেই নিয়েছেন চারটি করে উইকেট। লিয়ন তাঁর টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত মোট ৪৯৫ উইকেট নিয়েছেন। এমন পরিস্থিতিতে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ৫০০ টেস্ট উইকেট নেওয়ার কীর্তিও করতে পারেন লিওন।
এর আগে ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ভালো ছন্দে ছিলেন নাথান লিয়ন। ভারতের বিরুদ্ধে তিনি প্রথম ইনিংসে একটি উইকেট এবং দ্বিতীয় ইনিংসে চারটি উইকেট শিকার করেছিলেন। অর্থাৎ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মোট ৫টি উইকেট নিয়েছিলেন তিনি। ২০১১ সালের সেপ্টেম্বরে শ্রীলঙ্কার বিরুদ্ধে লিওনের টেস্ট অভিষেক হয়েছিল।
২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া নাথান লিয়ন এখনও পর্যন্ত দেশের জার্সি গায়ে ১২১টি টেস্ট, ২৯টি ওয়ানডে এবং ২টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। টেস্টের ২২৭ ইনিংসে বোলিং করে ৩০.৯৯ গড়ে মোট ৪৯৫ উইকেট নিয়েছেন তিনি। এর বাইরে তিনি ওয়ানডেতে ৪৬ গড়ে ২৯টি উইকেট শিকার করেছেন। একই সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১টি উইকেট নিয়েছেন লিওন। টি-টোয়েন্টিতে তিনি ৯.৬০ ইকোনমিতে রান দিয়েছেন।
নাথান লিয়ন হবেন তৃতীয় অস্ট্রেলিয়ান এবং আন্তর্জাতিক ক্রিকেটের ষষ্ঠ খেলোয়াড় যিনি টানা ১০০টি বা তার বেশি টেস্ট খেলবেন। এর আগে এই কীর্তি গড়েছিলেন ভারতের সুনীল গাভাসকর, অস্ট্রেলিয়ার অ্যালান বর্ডার, অস্ট্রেলিয়ার মার্ক ওয়াহ, নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম এবং ইংল্যান্ডের অ্যালেস্টার কুক। এই পাঁচ ক্রিকেটারই অবশ্য ব্যাটসম্যান ছিলেন।
For all the latest Sports News Click Here