দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত শ্রেয়স, সূর্যের সামনে লাইফলাইন
ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফিতে চারটি টেস্ট ম্যাচ খেলবে। তবে দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে দল গঠনে ধাক্কা খেল রোহিতের টিম ইন্ডিয়া। তবে এর ফলে সূর্যকুমার যাদবের সামনে আরও একটা বড় সুযোগ তৈরি হয়েছে। নাগপুরে প্রথম টেস্ট মাত্র তিন দিনে জিতেছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। ১৭ ফেব্রুয়ারি থেকে দিল্লিতে শুরু হবে দ্বিতীয় টেস্ট। এই ম্যাচের আগে তারকা ব্যাটসম্যান শ্রেয়স আইয়ারের ফিটনেস নিয়ে বড় আপডেট সামনে এসেছে। শোনা যাচ্ছে দিল্লি টেস্টেও খেলতে পারবেন না শ্রেয়স আইয়ার।
গত মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে পিঠে চোট পান শ্রেয়স আইার। এই কারণে নাগপুর টেস্ট খেলতে পারেননি তিনি। বর্তমানে তিনি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পুনর্বাসন করছেন। এখন তার ইনজুরির বিষয়ে একটি তথ্য সামনে এসেছে। জানা গেছে যে তিনি এখনও ম্যাচ ফিট নন। এমন পরিস্থিতিতে তাঁকে সরাসরি টেস্ট ম্যাচে মাঠে নামানোর ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট।
আরও পড়ুন… PSL 2023: রুদ্ধশ্বাস ম্যাচে রিজওয়ানদের মুলতানের বিরুদ্ধে মাত্র ১ রানে জিতল আফ্রিদি-রউফদের লাহোর
সংবাদ সংস্থা পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, শ্রেয়স আইয়ার বর্তমানে ব্যাঙ্গালোরের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে পুনর্বাসন করছেন। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য বিসিসিআই যে মাপকাঠি নির্ধারণ করেছে তাতে টিম ইন্ডিয়াতে ফেরার আগে আইয়ারকে তাঁর ম্যাচ ফিটনেস প্রমাণ করতে হবে এবং ঘরোয়া ম্যাচ খেলতে হবে। এর ফলে ১ থেকে ৫ মার্চ রঞ্জি চ্যাম্পিয়ন বনাম বাকি ভারতের মধ্যে ইরানি কাপের ম্যাচে শ্রেয়স আইয়ারকে খেলতে বলা হতে পারে। আইয়ার না খেললে আরেকবার সুযোগ পেতে পারেন সূর্যকুমার যাদব।
নাগপুর টেস্টে অভিষেক হয়েছে সূর্যকুমার যাদবের। কিন্তু বড় ইনিংস খেলতে পারেননি তিনি। এর মাঝেই তাঁকে সুযোগ দেওয়া নিয়ে প্রশ্ন উঠছিল। তবে শ্রেয়সকে না পাওয়া যাওয়ার খবর আসতেই বিষয়টি অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে যে আবারও সুযোগ পেতে পারেন সূর্যকুমার যাদব। এদিকে বুমরাহ-র চোট নিয়ে তাড়াহুড়ো করছে না টিম ইন্ডিয়ার টিম ম্যানেজমেন্ট। সবকিছু ঠিকঠাক চললে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেই দেখা যেতে পারে বুমরাহকে।
আরও পড়ুন… ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বাদ পড়া আমার টেস্ট ক্যারিয়ার বাঁচিয়েছে- কেন এমন বললেন স্টুয়ার্ট ব্রড?
অন্যদিকে ঘাম ঝড়াচ্ছেন বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট ম্যাচের নায়ক রবীন্দ্র জাদেজা। সোমবার জামথায় ভারতীয় দলের অপসোনাল অনুশীলন ছিল, সেখানেই পূজারার সঙ্গে অনুশীলন করতে দেখা যায় রবীন্দ্র জাদেজাকে। বোঝাই যাচ্ছে যে দিল্লিতেও বাজিমাত করতে চান তিনি। সিরিজের প্রথম টেস্টে মোট সাত উইকেট নিয়ে এবং ব্যাট হাতে ৭০ রান করেছিলেন। এর মাঝেই তিনি ম্যাচের প্রথম ইনিংসে অজিদের পাঁচ উইকেট শিকার করেছিলেন। দ্বিতীয় টেস্টেও তেমনই কিছু করতে চান জাড্ডু। তাই অনুশীলনে বিশ্রাম নেই তাঁর।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here