দ্বিতীয়বার সেলফি তুলতে চাননি পৃথ্বী, খেপে গিয়ে বন্ধুর গাড়িতে ‘হামলা’ কয়েকজনের!
দ্বিতীয়বার সেলফি নিতে চাননি পৃথ্বী শ। সেজন্য ভারতীয় ক্রিকেটারের এক বন্ধুর গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল। ওই ঘটনায় মুম্বই পুলিশের তরফে আটজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তবে কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা, সে বিষয়ে পুলিশের তরফে আপাতত কিছু জানানো হয়নি।
সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে যে দু’জন ব্যক্তির সঙ্গে দ্বিতীয়বার সেলফি তুলতে রাজি হননি ভারতীয় তারকা তথা মুম্বইয়ের রঞ্জি দলের ওপেনার পৃথ্বী। সেজন্য তাঁর বন্ধুর গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। সেই অভিযোগের প্রেক্ষিতে আটজনের বিরুদ্ধে মামলা রুজু করেছে ওশিওয়ারা পুলিশ। কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা, সে বিষয়ে আপাতত কিছু জানায়নি মুম্বই পুলিশ।
আরও পড়ুন: প্রেম দিবসে ‘ওয়াইফি’-র সঙ্গে ছবি পোস্ট করে ডিলিট পৃথ্বীর, সিঙ্গল ছবি দিলেন শুভমন
এমনিতে আপাতত ভারতীয় দলে নেই পৃথ্বী। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে ভারত যে টেস্ট সিরিজ খেলছে, সেই দলে মুম্বইয়ের ক্রিকেটার পৃথ্বীর জায়গা হয়নি। টেস্ট দলের কাছের বৃত্তেও এখন নেই। বরং কয়েক সপ্তাহ আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দলে ছিলেন। তবে প্রথম একাদশে ঠাঁই হয়নি পৃথ্বীর। ফলে রঞ্জি ট্রফিতে মুম্বই ছিটকে যাওয়ার পর পৃথ্বীর সামনে আপাতত কোনও বড় টুর্নামেন্ট নেই।
তা সত্ত্বেও অবশ্য শিরোনাম থেকে বেশি দূরে থাকেননি পৃথ্বী। ভ্যালেন্টাইনস ডে’তে ইনস্টাগ্রাম স্টোরিতে সোশ্যাল মিডিয়ায় পৃথ্বীর একটি ছবি ভাইরাল হয়ে যায়। ওই ছবিতে দেখা যায়, পৃথ্বীর নাম দেওয়া অ্যাকাউন্ট থেকে এক তরুণীর সঙ্গে স্টোরি পোস্ট করা হয়েছে। ওই ছবিতে পৃথ্বী ছিলেন। ওই ছবিতে যে তরুণী ছিলেন, তিনি নিধি তাপাড়িয়া ছিলেন বলে দাবি করা হয়। ওই ছবিতে লেখা ছিল, ‘হ্যাপি ভ্যালেন্টাইস মাই ওয়াইফি।’ যদিও কিছুক্ষণ পরেই ওই পোস্ট ডিলিট হয়ে যায়। তাতে অবশ্য কোনও লাভ হয়নি। ওই ছবির স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন: ভিডিয়ো: ম্যাচে সুযোগ না দিলেও এভাবেই হতাশ পৃথ্বীর মুখে হাসি ফোটালেন হার্দিক
তবে পৃথ্বী দাবি করেন, কেউ ছবিটি এডিট করে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেরকম কোনও পোস্ট করেননি। তিনি বলেন, ‘কেউ একজন আমার ছবি এডিট করে ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে দিয়েছে। ওটা আমি দিইনি। তাই ছবি এবং ট্যাগ দুটোর কথা তো ভুলে যান।’
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here