দৌড়ে ফ্লেমিং-কে জড়িয়ে ধরলেন ফ্যাফ! ভাইরাল CSK-ডু’প্লেসির পুনর্মিলনের মুহূর্ত
মঙ্গলবার মুম্বইয়ের ডিওয়াই প্যাটিল স্টেডিয়ামে বসতে চলেছে আইপিএল-এর দক্ষিণী ডার্বি। এদিন রয়্যাল চ্যালে়্জারেসের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে চেন্নাইয়ের প্রাক্তন ক্রিকেটার ফ্যাফ ডু’প্লেসি প্রতিপক্ষের দলের নেতৃত্বের দায়িত্ব সামলাবেন। রোমাঞ্চকর এই ম্যাচে খেলতে নামার আগে দুই দলের সাক্ষাৎ হল অনুশীলন ফিল্ডে। ১১ এপ্রিল দুই দলের অনুশীলনে যেন ছিল পুনর্মিলনের পার্টি। দুই দলের ক্রিকেটাররা যখন একে অন্যের সঙ্গে সাক্ষাৎ করলেন তখন দেখা গেল মজার ও ভ্রাতৃত্বের এক মিলন।
দুই দলের ক্রিকেটাররা একে অন্যের সঙ্গে মজা করলেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি চেন্নাইয়ের ভারতীয় দলের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ গল্প করলেন। মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাদেজাদের সঙ্গে তাঁকে আড্ডা দিতে দেখা গেল। চেন্নাই সুপার কিংস এই মুহূর্তের ভিডিয়োটি নিজেদের সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছে। এই ভিডিয়োতে দেখা যায় রবীন্দ্র জাদেজার সঙ্গে দেখা করতে আসছেন বিরাট কোহলি।
এরপরে দেখা যায় বাচ্চাদের মতো দৌড়ে ফ্লেমিং-কে জড়িয়ে ধরেন RCB ক্যাপ্টেন ফ্যাফ ডু’প্লেসি। একে একে সকলের সঙ্গে দেখা করেন ফ্যাফ। অনেকক্ষেণ ধরে নিজের প্রাক্তন দলের সতীর্থদের সঙ্গে আড্ডা দেন ফ্যাফ। এই আড্ডার মুহূর্তের বেশ কিছু মজার ছবিও ধরা পড়ে যায়। ছবিতে দেখা যায় নিজের আবেগ ধরে রাখতে পারেননি ব্যাঙ্গালোরের ক্যাপ্টেন। ফ্যাফ ও চেন্নাইয়ের পুনর্মিলনের এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে আগুনের মতো ভাইরাল হচ্ছে।
For all the latest Sports News Click Here