দেশে ফিরলেন মুস্তাফিজুর, 2023 IPL-এ শেষ টাইগারদের অভিযান
শুভব্রত মুখার্জি: চলতি আইপিএলের শেষ ভাগে আর কোন বাংলাদেশি ক্রিকেটারকে খেলতে দেখা যাবে না। টাইগারদের প্রতিনিধিত্ব এ বারের আইপিএলে শেষ হয়ে গেল শুক্রবারই। আইপিএলের ১৬তম মরশুমে খেলার সুযোগ পেয়েছিলেন ৩ টাইগার ক্রিকেটার। তাঁদের মধ্যে ভারতে থাকা শেষ ক্রিকেটার দিল্লি ক্যাপিটালস দলের সদস্য বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান বিমানে করে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আর সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল চলতি আইপিএলে বাংলাদেশের সিনিয়র ক্রিকেটারদের প্রতিনিধিত্ব।
আরও পড়ুন: প্লে-অফে কোন কোন টিম উঠবে? ভবিষ্যদ্বাণী ভাজ্জির, নেই KKR-এর নাম
চলতি আইপিএলে নিলামের মধ্যে দিয়ে বিভিন্ন ফ্রাঞ্চাইজিতে খেলার সুযোগ পেয়েছিলেন তিনজন টাইগার ক্রিকেটার। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সুযোগ পান শাকিব আল হাসান এবং লিটন দাস। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। শাকিবকে টুর্নামেন্টের শুরুর দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড না ছাড়ায়, কেকেআরের তরফে তাঁকে অনুরোধ করা হয়েছিল যাতে তিনি নাম প্রত্যাহার করে নেন। সে ক্ষেত্রে শাকিবের বদলি হিসেবে কাউকে নিতে পারবে কেকেআর দল। শাকিব সেই অনুরোধ মেনেও নেন। লিটন দাস অবশ্য খেলতে এসেছিলেন ভারতে। তিনি প্রথম একাদশে খুব বেশি সুযোগ পাননি। একটি ম্যাচেই সুযোগ পেয়েছিলেন, সেটাও কাজে লাগাতে ব্যর্থ হন। ব্যাট হাতে সাফল্য তো পানইনি, পাশাপাশি কিপার হিসেবেও একাধিক ভুল করেন। আর এক বাংলাদেশি পেসার মুস্তাফিজুরও দিল্লির হয়ে খুব বেশি ম্যাচে প্রথম একাদশে সুযোগ পাননি। যে কয়েকটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান, সেখানে সে ভাবে বলার পারফরম্যান্স করতে পারেননি।
আরও পড়ুন: KKR আমাদের হারায়নি, আমরা হেরেছি- নাইটদের হেলাফেলা করলেন SRH কোচ লারা
পারিবারিক সমস্যার কথা বলে খেলতে আসতে পারেননি শাকিব। বাবার অসুস্থতার জন্য ফিরে গিয়েছিলেন লিটন। আর একদম শেষে দেশের হয়ে খেলার জন্য ইংল্যান্ড রওনা দিয়েছেন মুস্তাফিজুর। বৃহস্পতিবার বাংলাদেশে ফিরে গেছেন দিল্লির পেসার মুস্তাফিজুর রহমান। শুক্রবার রাতেই ইংল্যান্ড যাওয়ার কথা রয়েছে তাঁর। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলবে বাংলাদেশ। সেই দলেই জায়গা পেয়েছেন তিনি। উল্লেখ্য, গত ২৮ এপ্রিল বাবার অসুস্থতার খবর পেয়ে কলকাতা থেকে ঢাকা ফিরে গিয়েছেন লিটন। আর এ বার ফিরলেন মুস্তাফিজুরও। ফলে এ বারের আইপিএলে টাইগারদের আর কোনও প্রতিনিধিত্ব থাকল না। দিল্লির হয়ে দু’টি ম্যাচ খেলে মুস্তাফিজুর উইকেট পেয়েছেন ১টি। রান দিয়েছেন ওভার প্রতি ১১.২৯। আইপিএল খেলার জন্য বিশেষ বিমানে ঢাকা থেকে দিল্লি এসেছিলেন তিনি। তবে দলকে ভরসা যোগাতে ব্যর্থ হন। দিল্লি শিবির ছাড়ার আগে তিনি লিখেছেন, ‘দারুণ কিছু স্মৃতির জন্য সবাইকে ধন্যবাদ। এত জন কিংবদন্তির সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নেওয়াটা ভীষণ আনন্দের। আপাতত বিদায়। আবার দেখা হবে।’
For all the latest Sports News Click Here