দেশের হয়ে ৫০০ ম্যাচ খেলা গর্বের, আপ্লুত প্রাক্তন ভারত অধিনায়ক
ক্যারিবিয়ান সফরে দ্বিতীয় টেস্ট বিরাট কোহলির কাছে একটি নতুন মাইল ফলক হিসেবে থেকে যাবে। এই ম্যাচে তিনি নিজের ৫০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছেন। পোর্ট-অফ-স্পেনে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে কোহলিদের পারফরম্যান্স ভারতকে অনেকটা এগিয়ে দিয়েছে। কোহলি ১৬১ বলে ৮৭ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। রবীন্দ্র জাদেজাকে সঙ্গে নিয়ে নিজের ২৯তম টেস্ট সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছেন তিনি।
প্রথম দিন শেষের সময় কোহলি এবং জাদেজা মিলে ১০৬ রানের জুটি তৈরি করেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের থেকে এই টেস্টে কোহলিকে অনেক সাবলীল দেখিয়েছে। কভার ড্রাইভের মাধ্যমে নিজের অর্ধশতরান সম্পন্ন করেছেন তিনি। সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, রিকি পন্টিং, মহেন্দ্র সিং ধোনি, মাহেলা জয়বর্ধনে, কুমার সাঙ্গাকারা, শাহিদ আফ্রিদি, জ্যাক কালিসের পর আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০তম ম্যাচ খেলা দশম ক্রিকেটার হয়েছেন তিনি। এই টেস্টে সেঞ্চুরি পেলে তার ২৯তম টেস্ট সেঞ্চুরি হবে। এর আগেই শেষবার গুজরাটে আমদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে ১৮৬ রান করেন। বিদেশের মাটিতে দীর্ঘদিন কোহলির সেঞ্চুরি নেই। এইবার সেই খরা কাটতে পারে বলে মনে করছেন সবাই।
নিজের ৫০০ তম আন্তর্জাতিক ম্যাচ খেলার বিষয়ে বিরাট কোহলি বিসিসিআই টিভিকে বলেন, ‘আমি সত্যিই কৃতজ্ঞ। আমি নিজেকে খুব ধন্য মনে করছি। ভারতের হয়ে এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য আমাকে অনেক কঠোর পরিশ্রম করতে হয়েছে। ভালো পারফরম্যান্স সবসময় আমাকে আনন্দ দেয়। ভারতের হয়ে আমি এগুলি করতে পেরেছি বলে খুব কৃতজ্ঞ বোধ করছি।’
কোহলি ভারতের চতুর্থ ক্রিকেটার যিনি ৫০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলছেন। তিনি তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের কোনও না কোনও পর্যায়ে অন্য তিনজন ক্রিকেটারের সঙ্গে খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ২০১৩ সাল পর্যন্ত কোহলি সচিন তেন্ডুলকরের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করেছেন। মাস্টার ব্লাস্টার ৬৬৪ টি ম্যাচ খেলেছেন। অন্যদিকে বর্তমান ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ও বিরাটের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করেছেন। তাঁর কেরিয়ারের শেষের দিকে বিরাট কোহলি ভারতের হয়ে খেলা শুরু করেন। রাহুল ৫০৪টি ম্যাচ খেলেছেন। অন্যদিকে ভারতীয় ক্রিকেটের অন্যতম কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৫৩৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।
For all the latest Sports News Click Here