দেশি লুকে নজর কাড়লেন সুহানা-গৌরী, আরিয়ান ধরা দিলেন কালো স্যুটে
৩১ মার্চ উদ্বোধন করা হয় নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের। অনুষ্ঠানের প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও শাহরুখ খানের পরিবার অর্থাৎ সুহানা খান, আরিয়ান খান, গৌরী খান উপস্থিত ছিলেন। তাঁরা একত্রে পাপারাৎজিদের জন্য পোজ দেন।
এদিনের অনুষ্ঠানে মা মেয়ে দুজনেই শাড়ি পরেছিলেন। একজন পাপারাৎজির শেয়ার করা ভিডিয়োতে দেখা যায় গৌরীর পরনে আছে একটি সাদা রঙের শাড়ি এবং ম্যাচ করা ব্লাউজ। সঙ্গে তিনি একটি হার এবং হিল জুতো পরেছিলেন। অন্যদিকে মেয়ে সুহানার পরনে ছিল সোনালি রঙের ম্যাচ করা শাড়ি এবং ব্লাউজ। আরিয়ানকে এদিন একটি কালো শার্ট এবং মানানসই ব্লেজার এবং প্যান্ট পরতে দেখা যায়। তাঁরা গ্রুপ ছবি ছাড়াও পাপারাৎজিদের ক্যামেরায় একাকী ছবির জন্য ধরা দেন।
এই ভিডিয়োতে এক ব্যক্তি লেখেন, ‘সত্যি বলতে, ওঁরাই সব থেকে সুন্দর সেজেছেন। বাকিরা কেমন সব অদ্ভুত পোশাক পরেছেন।’ আরেক ব্যক্তি লেখেন, ‘যাক কেউ তো ভদ্রভাবে পোশাক পরেছেন।’ আরেক নেটিজেন লেখেন, ‘সুহানাকে পুরো বার্বি ডলের মতো দেখতে লাগছে। ভীষণ গর্জিয়াস।’ এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী লেখেন, ‘সুন্দর এবং সুপার হট ফ্যামিলি। সুহানাকে ব্যাপক লাগছে। কেবল শাহরুখ খান মিসিং।’
শাহরুখ খান পাপারাৎজিদের জন্য পোজ না দিলেও তিনি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি কালো রঙের পোশাক পরে এসেছিলেন। কালো কোট প্যান্ট পরেছিলেন তিনি।
শাহরুখ খানকে শেষবার পাঠান ছবিতে দেখা গিয়েছিল। এই ছবিটি বক্স অফিসে বাম্পার হিট করেছিল। তাঁর সঙ্গে এখানে দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, আশুতোষ রানা, ডিম্পল কাপাডিয়াকে দেখা গিয়েছিল। সদ্যই এই ছবিটি অ্যামাজন প্রাইম ভিডিয়োতে মুক্তি পেয়েছে।
অভিনেতাকে আগামীতে জওয়ান ছবিতে দেখা যেতে চলেছে। এখানে তাঁর সঙ্গে থাকবেন নয়নতারা, বিজয় সেতুপতি প্রমুখ। অ্যাটলি পরিচালিত এই ছবি ২ জুন বড়পর্দায় মুক্তি পাবে। অন্যদিকে তাঁকে রাজকুমার হিরানির ছবি ডাঙ্কিতেও দেখা যেতে চলেছে।
বাবার দেখানো পথেই হেঁটেছেন সুহানা। তিনি জোয়া আখতারের আগামী ছবি দ্য আর্চিজের মাধ্যমে বলিউডের ডেবিউ সারতে চলেছেন।
For all the latest entertainment News Click Here