দেশি গার্ল ২.০! স্টিকার দিয়ে ঢাকলেন না মেয়ের মুখ,মালতির ছবি পোস্ট প্রিয়াঙ্কার
সারোগেসির মাধ্যমে গত জানুয়ারি মাসে মা হয়েছে প্রিয়াঙ্কা চোপড়া। তারপর থেকেই নায়িকার একরত্তিকে দেখবার অপেক্ষায় ফ্যানেরা। যদিও অনুরাগীদের আবদার মেনে এখনও মেয়ের মুখ দেখাননি পিগি চপস। তবে রাখির দিন প্রায় মেয়ের মুখ প্রকাশ্যে এনেই ফেললেন নায়িকা।
এদিন ইনস্টাগ্রাম স্টোরিতে মেয়ের একটি মিষ্টি ফটো শেয়ার করেন প্রিয়াঙ্কা। সেখানে মেয়ের মুখ ঢাকতে কোনও স্টিকার ব্যবহার করেননি। বরং মেয়ের মুখের নীচের অংশের ক্লোজ ছবি শেয়ার করে ‘দেশি গার্ল ২.০’কে সামনে আনলেন তিনি। হ্যাঁ, এদিন মালতির দেখা মিলল সাদা রঙা টি-শার্টে। আর সেই টি-শার্টের উপর লেখা রয়েছে ‘দেশি গার্ল’। ছবিতে মালতির ছোট্ট হাত-পা সবই ধরা পড়েছে। এখনও নিজে বসতে পারে না সে, তাই পিছন থেকে কেউ একজন ধরে রয়েছে তাঁকে। ক্যামেরার দিকে নয়, বেশ আনমনে উলটো দিকে তাকিয়ে রয়েছে প্রিয়াঙ্কা জুনিয়ার। এই ছবি শেয়ার করে তার সঙ্গে ‘দেশি গার্ল’ হ্য়াশট্যাগ জুড়ে দিয়েছেন প্রিয়াঙ্কা। আরও পড়ুন-মেয়েকে স্নান করানো থেকে ডায়াপার বদল, সবই করছেন নিক! জামাইয়ের প্রশংসায় মধু চোপড়া
কিছুদিন আগেই স্বামী নিক জোনাস ও মেয়ে মালতির সঙ্গে লস অ্যাঞ্জেলসের বাড়িতে ছুটির মেজাজে পাওয়া গিয়েছে প্রিয়াঙ্কা। সুইমিং পুলে মেয়েকে নিয়ে জলকেলিতে মেতেছিলেন তারকা দম্পতি।
প্রিয়াঙ্কার মেয়ের পুরো নাম মালতি মেরি চোপড়া জোনাস। প্রিয়াঙ্কা এবং নিকের মায়ের নামানুসারেই মেয়ের নাম রেখেছেন তারকা দম্পতি। কবে মালতির মুখ দেখবে নেটপাড়া? সেই প্রশ্নের জবাব দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে দিয়েছেন প্রিয়াঙ্কা মা, মধু চোপড়া। এক সাক্ষাৎকারে মধু চোপড়া ইঙ্গিত দিয়েছেন মালতির প্রথম জন্মদিনেই তাঁকে প্রকাশ্যে আনবেন ‘প্রিনিক’ জুটি।
চলতি বছর মাদার্স ডে-র দিন মেয়ের প্রথম ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন প্রিয়াঙ্কা। ১০০দিনেরও বেশি সময় এনআইসিইউ-তে কাটানোর পর ঘরে এসেছিল মালতি। প্রি-ম্যাচিওর বেবি হওয়ায় মেয়েকে নিয়ে অধিক যত্নশীল প্রিয়াঙ্কা।
মেয়েকে সমলানোর পাশাপাশি নিজেদের পেশাগত জীবনও সমানতালে সামলাচ্ছেন নিক-প্রিয়াঙ্কা। ‘সিটাডেল’, ‘ইটস অল কামিং ব্যাক টু মি’-র মতো হলিউড প্রোজেক্টে আগামিতে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। সঙ্গে খুব জলদি তাঁর বলিউডে ফেরার কথা ‘জি লে জারা’-র শ্যুটে। যদিও খবর আলিয়া মা হওয়ার পর এই কাজে শুরু হতে পারে। সম্ভবত ২০২৩ সালে শুরু হবে এই ছবির শ্যুটিং।
For all the latest entertainment News Click Here