দেরিতে শেষ খেলা, হয়নি বাংলাদেশ-ভারতের সুপার ওভার! ICC-র নিয়মের অবজ্ঞা করা হল?
নির্ধারিত সময়ের পরে খেলা শেষ হয়েছে। তাই বাংলাদেশ এবং ভারতের স্কোর সমান হওয়া সত্ত্বেও বাংলাদেশ এবং ভারতের তৃতীয় একদিনের ম্যাচে সুপার ওভার হল না। তার জেরে সিরিজের কোনও ফয়সালা হয়নি। তিন ম্যাচের সিরিজের ফলাফল দাঁড়াল ১-১। শনিবার মীরপুরে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে চার উইকেটে ২২৫ রান তোলে বাংলাদেশ। জবাবে ৪৯.৩ ওভারে ঠিক ২২৫ রানেই অল-আউট হয়ে যায় ভারত। অথচ একটা সময় হাসতে-হাসতে জয়ের দিকে এগোচ্ছিল টিম ইন্ডিয়া। কিন্তু চার উইকেটে ১৯১ রান থেকে ভারতের হাহাকার পড়ে যায়। শেষপর্যন্ত টাই হয়ে যায় ম্যাচ। কিন্তু আইসিসির নিয়মে কী বলা হয়েছে? এরকমভাবে কি কোনও আন্তর্জাতিক ম্যাচে সুপার ওভার না করেই ম্যাচ টাই বলে ঘোষণা করা হয়? সেটাই দেখে নিন আপনি।
আরও পড়ুন: Harmanpeet after IND vs BAN ODI: বাংলাদেশে জঘন্য আম্পায়ারিং, ভারতীয় হাইকমিশনারকে সম্মান দেওয়া হল না, ক্ষোভ হরমনের
আইসিসির ১৬.৩.১ ধারা অনুযায়ী, ‘সব ইনিংস শেষ হয়ে যাওয়ার পর যখন দুই দলের স্কোর সমান হয়, তখন কোনও ম্যাচ ‘টাই’ হয়েছে বলা যাবে। দুটি ইনিংসই শেষ হওয়ার পর যদি দুটি দলেরই স্কোর সমান হয়, তাহলে ম্যাচের জয়ী বেছে নিতে একটি সুপার ওভারের আয়োজন করা হবে। যদি সুপার ওভারও টাই হয়ে যায়, তাহলে কোনও অভাবনীয় পরিস্থিতি তৈরি না হলে আবারও সুপার ওভার হবে।’ অর্থাৎ যতক্ষণ না জয়ী দল নির্ধারিত হচ্ছে, ততক্ষণ সুপার ওভার চলবে। সেইসঙ্গে ওই ধারায় বলা হয়েছে, ‘জয়ী বেছে নিতে যদি সুপার ওভার না করা যায় বা সুপার ওভার শেষ না করা যায়, তাহলে ম্যাচটা টাই হয়েছে বলে ঘোষণা করা হবে।’
আরও পড়ুন: IND vs BAN: বাংলাদেশে গিয়ে শাকিব হলেন হরমন? আউট হয়ে ভাঙলেন স্টাম্প, তর্ক আম্পায়ারের সঙ্গে
সেইসঙ্গে কোন অভূতপূর্ব পরিস্থিতিতে সুপার ওভার করা হবে না, তাও আইসিসির নিয়মে ব্যাখ্যা করা হয়েছে। আইসিসির নিয়ম অনুযায়ী, কোনওক্ষেত্রে যদি ম্যাচ শেষ হওয়ার আগে যদি কোনও কারণে সুপার ওভার বা পরবর্তী সুপার ওভার বাতিল করে দেওয়া হয় বা সেই সুপার ওভার না হতে পারে, তাহলে সেই ম্য়াচটিকে টাই বলে ঘোষণা করা হবে। সময়ের অভাব হলে (যেমন- নির্দিষ্ট সময় ফ্লাডলাইট বন্ধ করার প্রয়োজন হবে) যদি একাধিক সুপার ওভার না হয়, তাহলে কতগুলি সুপার ওভার হতে পারবে, তা আগে থেকে বেঁধে দিতে পারবেন ম্যাচ রেফারি। প্রথম সুপার ওভার শুরু হওয়ার আগে সেই বিষয়ে দুই দলের অধিনায়ককে জানাতে হবে।
For all the latest Sports News Click Here