দেব, মিমি, নুসরতদের মতো লোকসভা ভোটে দাঁড়াবেন? রাজনীতিতে আসা নিয়ে জবাব জিতের
টলিউডের সঙ্গে এখন রাজনীতি ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। বাংলা ছবি আর সিরিয়ালের একাধিক মুখ এখন ভোটের ময়দানে। দেব, সোহম, নুসরত, মিমিদের খুব করে ভোটও দিয়েছেন আমজনতা। তবে ভক্তদের মনে অনেকেরই প্রশ্ন, কেন এখনও ভোটের ময়দানে আসছেন না জিৎ!
সামনেই লোকসভা ভোটে। সোশ্যাল মিডিয়ায় জিৎ-ভক্তরা ইতিমধ্যেই লেখালিখি শুরু করেছেন, আদৌ এবারের ভোটে দাঁড়াবেন না কি তিনি। অবশেষে এই নিয়ে মুখ খুললেন ‘চেঙ্গিজ’ অভিনেতা। জিৎ স্পষ্ট জানালেন, রাজনীতি তিনি বোঝেন না। তিনি যে কাজটা বোঝেন সেটাই করে যেতে চান। দর্শকদের আরও ভালো ভালো ছবি উপহার দিতে চান।
রাজনীতি নিয়ে প্রশ্ন এলে সোজা জবাব আসে, ‘যে কাজটা পারি না, সে কাজটা করার চেষ্টাও করি না কখনও। কাল যদি আমাকে বলা হয় বিরাট কোহলির সঙ্গে ক্রিকেট খেলতে, আমি কি পারবো!’ আরও পড়ুন: ভিজে গায়ে লেপ্টে আছে পোশাক, বৃষ্টিতে উদ্দাম নাচ মন ফাগুনের ‘পিহু’ সৃজলার
টলিউডে তাঁর ভক্ত সংখ্যা কিছু কম না। বাংলার ‘বস’ বলে তিনি পরিচিত। তবে দলবাজি একেবারেই করেন না। অনলাইনে যতই দেব আর জিতের দ্বন্দ্ব চলুক না কেন, দুজনে দুজনের ছবির প্রশংসা করতে ভোলেন না। এই যেমন দেবের ‘বাঘা যতীন’ ছবির পোস্টার শেয়ার করে টুইটারে লেখেন, ‘ওয়াহ মেরে শের। দারুণ মানিয়েছে। তোমাকে আর তোমার ছবির গোটা টিমকে অনেক শুভেচ্ছা।’ আরও পড়ুন: শাকিব-মোহ কাটিয়ে নতুন নায়কে আগ্রহ! খুল্লামখুল্লা প্রেম নিয়ে বিস্ফোরক অপু
জিতের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘চেঙ্গিজ’ বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করে। প্রসঙ্গত, বাংলা ও হিন্দি ভাষায় প্যান ইন্ডিয়া মুক্তি পেয়েছিল ছবিখানা। বাংলায় ঠিকঠাক ব্যবসা করলেও, বাংলার বাইরে সেভাবে পায়ের জমি শক্ত করতে পারেনি জিতের ছবি। হিন্দি বলয়ে জোরদার প্রচার করেও সেভাবে লাভ হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় চেঙ্গিজকে ‘সুপারহিট’ তকমা দেন জিৎ নিজে।অভিনেতা সেই সময় লেখেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, চেঙ্গিজ সুপারহিট, আপনাদের সকলকে ধন্যবাদ’।
কেরিয়ারের শুরু থেকেই কমার্শিয়াল ছবিতে বেশি স্বাচ্ছন্দ্য তিনি। একের পর এক হিট দিয়েছেন। হাতে রয়েছে পরপর আরও বেশকিছু ছবি। ছক ভেঙে দু একটা ছবি করলেও, কমার্শিয়াল ছবিই বানিয়ে যেতে চান। তবে সঙ্গে পাখির নজরে রয়েছে প্যান ইন্ডিয়ান ফিল্ম। জাতীয় স্তরে পৌঁছে দিতে চান বাংলা ছবিকেও।
For all the latest entertainment News Click Here