দেবলীনা চলে যাওয়ায় সত্যি কি লিভ ইন করছেন তথাগতর সাথে, সত্যি সামনে আনলেন বিবৃতি
অভিনেত্রী দেবলীনা দত্ত এবং অভিনেতা-পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের আলাদা হয়ে যাওয়ার খবর মোটামুটি পাকা। নভেম্বরেই তথাগতর বাড়ি ছেড়ে মায়ের কাছে চলে এসেছেন দেবলীনা। সংবাদমাধ্যমের কাছে আলাদা থাকার কথা স্বীকার করে নিয়েছেন দু’জনেই। যদিও ডিভোর্স এখনও হয়নি।
এই আলাদা হয়ে যাওয়ার গল্পে তৃতীয় ব্যক্তি হিসেবে একটা নাম ঘোরাফেরা করছে। আর তিনি হলেন উঠতি অভিনেত্রী-মডেল বিবৃতি চট্টোপাধ্যায়। তথাগতর পরিচালনায় কাজ করার সময় থেকেই নাকি দু’জনের ঘনিষ্ঠতা বাড়ে। আর তাতেই আলাদা হয়ে যেতে হয় একসময়ের বন্ধু ও আট বছরের দাম্পত্যকে। শোনা যাচ্ছে তারপর থেকে নাকি লিভ ইন করছেন তথাগত আর বিবৃতি। আসল সত্যিটা কি?
আনন্দবাজার অনলাইনের কাছে যদিও বিবৃতি জানিয়েছেন, গত কয়েক দিন তিনি ছিলেন মুম্বইতে। মাত্র দু’দিন আগে কলকাতায় ফিরেছেন। মুম্বইতে বসেই ফোনে ও মেসেজে এই খবর তাঁর কাছে এসে পৌঁছছে।
এর আগে ‘ভটভটি’র শ্যুট চলাকালীন যখন প্রথম এই খবর রটেছিল তখন হেসে বিবৃতি জানিয়েছিলেন তিনি ‘তথাদা’ (তথাগত) আর দেবলীনাদির সাথে এই নিয়ে হাসহাসি করবেন! বিচ্ছেদের ঘোষণা হওয়ার পর কি আদৌ কোনও কথা হয়েছে জানতে চাইলে বিবৃতি জানান, ‘এটা সম্পূর্ণ ওঁদের ব্যক্তিগত ব্যাপার। আমি ওঁদের সঙ্গে এই নিয়ে কথা কেনই বা বলব? ওরা তো আমার অনুমতি নিয়ে বিয়ে করেননি। আর আমিও এরকম মানুষ নই যে ফোন করে এ সব বিষয়ে কথা বলব বা জিজ্ঞাসা করব।’
যদিও বিবৃতি জানিয়েছেন তথাগত আর দেবলীনার মধ্যে বন্ধুত্ব তাঁর চোখে পড়েছে ‘ভটভটি’র সেটেও। জানিয়েছেন তিনি জানেন তথার কাছে বিয়ে মানে বন্ধুত্ব। আর তিনি সেটা তখনও তাঁদের সম্পর্কে দেখেছিলেন। আর আশা করেন সেই বন্ধুত্বে এখনও ভাঁটা পড়েনি। সঙ্গে বারবার জানিয়েছেন, ‘কারও হাত ধরে বন্ধুত্ব হয় না। কারও হাত ধরে বন্ধুত্ব নষ্টও হয় না।’
বিবৃতি এটাও জানিয়েছেন ‘ভটভটি’র শ্যুট চলাকালীন তাঁর সম্পর্ক তৈরি হয়েছিল ছবির নায়ক ঋষভ বসুর সঙ্গে। গত বছর ভেঙে যায় সেই সম্পর্ক। বিবৃতি মনে করেন ঋষভের সঙ্গে যদি কোনও গুজব রটত, তাহলে সেটা মেনে নেওয়া যেত!
For all the latest entertainment News Click Here