‘দেবদার সঙ্গে আমিও কাজ করেছি…’, বড় পর্দায় সৌমিতৃষার অভিষেক, কী বলছেন আদৃত?
রুপোলি পর্দাতেই সফর শুরু হয়েছিল তাঁর। রাজ চক্রবর্তীর প্রযোজনায় ‘নূরজাহান’ ছবিতে হাতেখড়ি, এরপর ‘প্রেম আমার ২’ থেকে দেবের সঙ্গে ‘পাসওয়ার্ড’ ছবিতে স্ক্রিন শেয়ার করেছেন আদৃত রায়। তবে অভিনেতাকে সবচেয়ে বেশি পরিচিতি আর জনপ্রিয়তা দিয়েছে ‘মিঠাই’। প্রায় আড়াই বছরের সফর শেষে ইতি পড়তে চলেছে সিদ্ধার্থ-মিঠাইয়ের গল্পে। ইতিমধ্যেই শেষ দিনের শ্যুটিং সেরে ফেলেছেন আদৃত-সৌমিতৃষারা।
‘মিঠাই’-এর শ্যুটিং শেষের ঠিক আগে বড় সুখবর দিয়েছেন আদৃতের সহ-অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। এবার বড় পর্দায় অভিষেক হচ্ছে মিঠাইরানির। তাও আবার টলিউড হার্টথ্রব দেবের বিপরীতে। ‘প্রধান’ ছবির নায়িকা হিসাবে দেখা যাবে সৌমিতৃষাকে। গত কয়েকমাসে আদৃত-সৌমিতৃষার মনোমালিন্যের খবর থেকেছে সংবাদ শিরোনামে, তবে শ্যুটিংয়ের শেষলগ্নে মিঠাইরানিকে বুকে টেনে নিয়েছেন উচ্ছেবাবু। পাশাপাশি সৌমিতৃষার নতুন ইনিংস নিয়েও প্রশংসায় পঞ্চমুখ আদৃত।
এক সাক্ষাৎকারে আদৃত বলেন, ‘মিঠাইয়ের মতো কাজ করার পর বড় ব্রেক তো পাবেই। আর এবার দেবদা-র হাউসে কাজ করছে, আমিও ওদের সঙ্গে কাজ করেছি। ওই ইউনিটটা থেকে অনেক কিছু শেখবার আছে। আমার কেরিয়ারের সবচেয়ে বড় ছবি পাসওয়ার্ড। দেবদার সঙ্গে কাজ করে বলছি মানুষটা সবটা ঢেলে দেয়, কোনও কিছুতে না নেই লোকটার। আমি সত্যি ওর (সৌমিতৃষার) জন্য খুব খুশি। আশা করছি দেবদার থেকে অনেক কিছু শিখবে’। মিঠাই সম্পর্কে শেষপ্রহরে এসে টেলিটককে আদৃত বলেন- ‘সিদ্ধার্থ মোদক আমাকে অনেক কিছু দিয়েছে। এটা একটা ইমোশন। আমি আজ যা কিছু পেয়েছি সবটাই মিঠাইয়ের জন্য’। সিরিয়ালের স্মৃতি হিসাবে বুক পকেটে করে সিডি বয়ের চশমা বাড়ি নিয়ে যাচ্ছেন নায়ক, তাও জানান তিনি।
‘সিধাই’ জুটি পর্দায় সুপারহিট, যদিও বাস্তবে আদৃত-সৌমিতৃষার সম্পর্কের সমীকরণ নিয়ে কম কানাঘুষো শোনা যায় না। অফ-ক্যামেরা পরস্পরের সঙ্গে একদম স্বচ্ছন্দ নন তাঁরা, এমনটাই গুঞ্জন। যদিও সৌমিতৃষা বরাবরই আদৃতকে ‘বন্ধু’ বলে সম্বোধন করেছেন।
গত কয়েকমাসে একসঙ্গে ইন্টারভিউ দেননি আদৃত-সৌমিতৃষা। কিন্তু গত বুধবার শ্যুটিংয়ের শেষ একসাথে মিডিয়ার মুখোমুখি দু’জনে। ভবিষ্যতে ফের একসঙ্গে দেখা যাবে আদৃত-সৌমিতৃষাকে? এই মিলিয়ন ডলার প্রশ্নের উত্তরও ‘হুড়হড়’ করে দিলেন উচ্ছেবাবু ও তাঁর তুফানমেল। আদৃত বললেন, ‘আমরা দু’জন এইরকম একটা (জনপ্রিয়) শো করেছি। তারপর এইরকম কোনও শো আসলে নিশ্চয় করব।’ একগাল হেসে সৌমিতৃষার জবাব ছিল, ‘সিধাই যতটা আমাদের আর তোমাদের মধ্যে যে প্রভাব ফেলেছে, আমাদের পরবর্তী প্রোজেক্ট তো তার চেয়েও বেশি প্রভাব ফেলবে তেমন হতে হবে, যাতে তোমরা (মিডিয়াকর্মীরা) রোজরোজ ছুটে আসো। তেমন প্রোজেক্ট যখনই পাবো একদম ছুটে গিয়ে হুড়হুড় করে সাইন করে ফেলব’।
প্রধানের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে ফেলেছেন সৌমিতৃষা। দেব-সৌমিতৃষার প্রধান পরিচালনার দায়িত্বে থাকছেন অভিজিৎ সেন। ছবিতে দেখা মিলবে ‘টনিক’ জুটি দেব ও পরাণ বন্দ্যোপাধ্যায়ের। পরিচালকের কথায়, আদ্যপান্ত ফ্যামিলি ড্রামা এই ছবি। দেব-সৌমিতৃষা জুটির রসায়ন কতটা দাগ কাটবে সেটাই এখন দেখার। সব ঠিক থাকলে ক্রিসমাসে মুক্তি পাবে ‘প্রধান’।
For all the latest entertainment News Click Here