দেবচন্দ্রিমার সঙ্গে বিচ্ছেদ! সোশ্যাল মিডিয়ায় ‘আনফলো’ করা নিয়ে মুখ খুললেন রিজওয়ান
প্রেম ভেঙেছে টলিপাড়ার চর্চিত যুগল দেবচন্দ্রিমা ও রিজওয়ানের। বেশকিছুদিন ধরেই সম্পর্ক ভাঙার কারণেই আলোচনায় রয়েছেন অভিনেতা দেবচন্দ্রিমা সিংহ রায় ও রিজওয়ান রব্বানি শেখ। তাঁদের ইনস্টাগ্রামে চোখ রাখলেই দেখতে পাবেন, একে অপরকে আনফলো করেছেন তাঁরা। শুধু এখানেই শেষ নয়, একে অপরের সঙ্গে সমস্ত পোস্ট তাঁরা সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলেছেন। তার উপর দেবচন্দ্রিমা বলেছেন, ‘দায়িত্ব নিয়ে পোস্ট মুছেছি। কারণ ঠিক করেছি, আমাদের জীবন এবার থেকে ব্যক্তিগত ঘেরাটোপেই রাখব।’
এদিকে দেবচন্দ্রিমা ও রিজওয়ানের প্রেম ভাঙার খবরে মন খারাপ তাঁদের অনুরাগীদের। প্রেম ভাঙা, আর দেবচন্দ্রিমাকে আন ফলো করা নিয়ে মুখ খুলেছেন অভিনেতা রিজওয়ান রব্বানি শেখ। আনন্দবাজার অনলাইনকে তিনি জানিয়েছেন, তিনি নাকি এবিষয়ে কিছুই জানেন না। সোশ্যাল মিডিয়ায় তিনি এক্কেবারেই বাকিদের মতো সক্রিয় নন। বাকিদের মতো তিনি রিল ভিডিয়ো পোস্ট করতেও পারেন না, আর তাই আনফলো বিষয়টিও ঠিক বোঝেন না। সঙ্গে এটাও বলেন, ‘দেবচন্দ্রিমা সোশ্যাল মিডিয়ার বিষয়টা হয়ত কেউ দেখেন, দেবচন্দ্রিমাই এটা বলতে পারবেন।’ এদিকে আরও এক সংবাদ-মাধ্যমকে রিজওয়ান বলেন, ‘প্রেম করলে তবে তো বিচ্ছেদ হবে! লোকেই বলেন প্রেম করছি, আবার লোকই বলছেন বিচ্ছেদের কথা!’
আরও পড়ুন-বক্ষ বিভাজিকার মাঝে ঘাম জমেছে, মধুমিতার চাহনিতে কুপোকাত নেটপাড়া বলছে ‘হায় গরমি…’
আরও পড়ুন-দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, ভয়াবহ দুর্ঘটনার কবলে অভিনেত্রী স্নেহাল রাই
আরও পড়ুন-সিঁথিতে সিঁদুর, কপালে টিপ, নববধূ সুদীপ্তাকে সেদিন কী বলেছিলেন ‘বুম্বাদা’?
এদিকে দেবচন্দ্রিমাও ইনস্টাগ্রামে শনিবার জিমে গিয়ে শরীর চর্চার একটি ছবি পোস্ট করেছেন। ক্য়াপশানে লিখেছেন, ‘প্রিয় ABS, আমি হয়তো তোমাকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমি অনুভব করছি, গুরুতর কিছু তৈরি হচ্ছে। অবশেষে তোমার সঙ্গে দেখা করার জন্য আর অপেক্ষা করতে পারছি না! আমি যতটা সম্ভব তোমাকে দেখানোর প্রতিশ্রুতি দিচ্ছি!’
দেবচন্দ্রিমার এই পোস্টেই স্পষ্ট, লোকজন যতই তাঁর বিচ্ছেদ নিয়ে আলোচনা করুক না কেন, তিনি এসবে মাথা ঘামাতে নারাজ। আপাতত শরীরচর্চা আর কাজেই মন দিয়েছেন দেবচন্দ্রিমা। প্রসঙ্গত, ‘সাঁঝের বাতি’ সিরিয়ালের সুবাদে বন্ধুত্ব দেবচন্দ্রিমা ও রিজওয়ানের। সিরিয়াল চলাকালীনই নাকি শুরু হয়েছিল তাঁদের প্রেম। যদিও প্রকাশ্যে কোনওদিনই সেই সম্পর্কে শিলমোহর দেননি দুজনে। তবে টেলিপর্দার ‘চারু-আর্য’ জুটির রসায়ন মনে ধরেছিল দর্শকদের, তাঁদের অফস্ক্রিন কেমেস্ট্রিও বেশ চর্চিত ছিল।
For all the latest entertainment News Click Here