‘দেখি এটা কতদিন চলে…’, দিব্য়জ্যোতির সঙ্গে প্রেমচর্চা তুঙ্গে, মুখ খুললেন ‘মিঠাই’
জনপ্রিয়তার নিরিখে বাংলা টেলিভিশনের প্রিয় তারকাদের তালিকা তৈরি হলে একদম উপরের সারিতে থাকবে দু’জনের নাম। একজন জি বাংলার নয়ণের মণি, অন্যজন স্টার জলসার হার্টথ্রব নায়ক। কথা হচ্ছে ডক্টর সূর্য আর মিঠাইরানির। টেলিপাড়ায় জোর গুঞ্জন এই দুই তারকার সম্পর্কের সমীকরণ নাকি বদলে গিয়েছে! হ্যাঁ, ডুবে ডুবে জল খাচ্ছেন সৌমিতৃষা কুণ্ডু ও দিব্যজ্যোতি দত্ত। দু’জনের এই চর্চিত প্রেম নিয়ে আগেই জবাব দিয়েছিলেন দিব্যজ্য়োতি, এবার মুখ খুললেন সৌমিতৃষা।
এর আগে ‘উচ্ছেবাবু’ আদৃতের সঙ্গেও নাম জড়িয়েছে সৌমিতৃষার। সেইসময় কড়াভাবে সেই গুঞ্জনকে উড়িয়ে দিয়েছিলেন নায়িকা। এবার অবশ্য় তেমনটা করলেন না। হাসিমুখে তাঁর জবাব,’ইন্ডাস্ট্রির সব অভিনেতার মতোই আমার নামেও গুজব রটে। আমার কাছে বিষয়টি পুরনো হয়ে গিয়েছে। তাই আর এ নিয়ে খুব বেশি ভাবি না।’ হ্যাঁ, প্রেমচর্চা এখন গা-সওয়া হয়ে গিয়েছে সৌমিতৃষার, সপাটে জানালেন নায়িকা।
এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ‘প্রতিবার একটা করে গুজব রটে। এবার যেমন দিব্যজ্যোতির সঙ্গে রটেছে। আমি সেটাকে স্বাভাবিকভাবেই নিই। মনে মনে ভাবি, দেখি এটা কতদিন চলে।’
মিঠাইরানির স্পষ্ট কথা, দিব্যজ্যোতি তাঁর ভালো বন্ধু। প্রেমের গুঞ্জনের ব্যাপারাটা তাঁরা বেশ মজার ছলেই নিচ্ছেন, কোনও পোস্ট চোখে পড়লে পরস্পরকে তা ফরোয়ার্ড করে থাকেন।
কিন্তু দুজনের প্রেমের গুঞ্জনের শুরুটা কোথায়? আসলে টেলিপাড়ার এই দুই তারকাই কৃষ্ণভক্ত। মাস কয়েক আগে নিজের জন্মদিনে বৃন্দাবন গিয়েছিলেন সৌমিতৃষা। সেখানে কৃষ্ণ তিলক কেটে ছবিও পোস্ট করেছিলেন, নায়িকার সেই ছবির সঙ্গে কৃষ্ণভক্ত দিব্যজ্যোতির একটি ছবির কোলাজ তৈরি করে ভক্তরা। একই দিনে কৃষ্ণ তিলক কাটা সেই ছবি সোশ্যালে পোস্ট করেছিলেন নায়ক। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভক্তদের তৈরি করা কোলাজ ছবিটি পোস্ট করেন দিব্যজ্যোতি। আর সেই দেখেই শুরু ফিসফিসানি।
অন্যদিকে সৌমিতৃষার সঙ্গে প্রেম নিয়ে দিব্যজ্যোতি আগেই জানিয়েছেন, ‘আর কতজনের সঙ্গে প্রেম করব আমি? ভুয়ো খবর গুলো কে ছড়ায়? আমি তো উত্তর দিতে দিতে ক্লান্ত’। তবে দুজনের বন্ধুত্বের সম্পর্কটা ভীষণ মজবুত তা মেনে নিয়েছেন দিব্যজ্য়োতি। তাঁর পা ভাঙার পর নিয়মিত খোঁজ খবর নিয়েছেন সৌমিতৃষা, তা নিজের মুখেই জানিয়েছেন।
একই দিনে ছবি পোস্ট করলেও দিব্যজ্যোতির সাফাই, তাঁর ছবিটি ইসকনে তোলা, গতবছরের ছবি। কাকতালীয়ভাবে প্রায় একইসময়ে পোস্ট করা হয়েছে।
ফ্যানের তৈরি কোলাজ ছবি শেয়ার করা প্রসঙ্গে অভিনেতার যুক্তি, ছবিটি তাঁর ভালো লেগেছিল তাই শেয়ার করেছেন। সৌমিতৃষার ওই ছবি তাঁর ভালো লেগেছে এটাই জানাতে চেয়েছিলেন মাত্র। দিব্যজ্যোতির কথায় এখন তিনি সিঙ্গল, আর হিসাব করে প্রেম হয় না, সাফ মন্তব্য দীপার ‘ডাক্তারবাবু’র।
For all the latest entertainment News Click Here