দেখা মাত্রই জড়িয়ে ধরলেন ধোনি-রায়না, চিপকে ফিরল ‘হলুদ’ নস্ট্যালজিয়া- ভিডিয়ো
দীর্ঘদিন তারা এক সঙ্গে জাতীয় দলের হয়ে খেলেছেন। শুধু জাতীয় দলই নয়, যেখানে মহেন্দ্র সিং ধোনি, সেখানেই দেখা গিয়েছে সুরেশ রায়নাকে। একে অপরের ছায়া সঙ্গী। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম থেকেই একই দলের হয়ে খেলেছেন তারা। শুধু তাই নয়, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সময়ও তারা একে অপরের পাশে ছিলেন। একই সঙ্গে দুই ক্রিকেটার অবসরও ঘোষণা করেন। এতটাই বন্ধুত্ব তাদের মধ্যে।
তবে বর্তমানে একজন ক্রিকেট খেললেও, অপরজন ক্রিকেটকে পুরোপুরি ভাবে বিদায় জানিয়েছেন। মহেন্দ্র সিং ধোনি এখনও পর্যন্ত খেলছেন। কিন্তু রায়না ক্রিকেট থেকে সরে গিয়েছেন। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন মহেন্দ্র সিং ধোনিরও এটাই শেষ আইপিএল হতে চলেছে। তবে এখনও পর্যন্ত ক্যাপ্টেন কুল এই বিষয়ে কোনও মুখ খোলেননি। এই প্রথম নয়, গত কয়েক বছর ধরেই প্রতি মশুমেই শোনা যেত, সেটাই তাঁর শেষ আইপিএল। অবশ্য তাতে খুব একটা কর্ণপাত করেন না ক্যাপ্টেন কুল। কবে ক্রিকেট থেকে অবসর নেবেন, সেটা একমাত্র তিনি জানেন।
করোনার পর প্রায় তিন বছর পর চিপকে খেলতে নেমেছে চেন্নাই সুপার কিংস। এই প্রথমবার চিপকে চেন্নাই সুপার কিংস দলে নেই সুরেশ রায়না। রায়নাকে ছাড়াই খেলতে নামে সিএসকে। দীর্ঘদিন ধরে চেন্নাইয়ের হয়ে খেলায় রায়নারও দ্বিতীয় হোম গ্রাউন্ড হয়ে গিয়েছে। চেন্নাইয়ের সমর্থকরা তাঁকেও যে বেশ মিস করেছে সেটা বলার অপেক্ষা রাখে না।
তবে চিপকে লখনউ সুপার জায়ান্টস ম্যাচের পর এমন এক দৃশ্য দেখা গেল তা দেখলে আপনার মন ভরে যাবেই। ধোনি এই মুহূর্তে আইপিএল খেলছে। আর সুরেশ রায়না আইপিএলের ধারাভাষ্য দিচ্ছেন। আর ধারাভাষ্য দেওয়ার জন্য চেন্নাই বনাম লখনউ ম্যাচে চিপকে উপস্থিত ছিলেন রায়না। আর সেই ম্যাচ জিতে নেয় চেন্নাই। ম্যাচ শেষে হঠাৎই দেখা হয়ে যায় দুই প্রিয় বন্ধুর মধ্যে। আর দেখা মাত্রই একে অপরে জড়িয়ে ধরেন তারা। বেশ কিছুক্ষণ কথাও বলতে দেখা যায় তাদের মধ্যে।
একটা সময় দীর্ঘদিন ধরে ড্রেসিংরুম শেয়ার করেছেন। চেন্নাইয়ের চারবারের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে রায়ানারও। ব্যাট হোক বা বল। অলরাউন্ড পারফরম্যান্সে ভর করে দলকে একাধিক ম্যাচ জিতিয়েছেন। ভারতীয় দলেও এক সঙ্গে খেলেছেন তারা। তাদের বন্ধুত্বের কথা কারোর অজানা নয়। রায়না যে ক্যাপ্টেন কুলের ছায়া সঙ্গী তিনি সেটা বলার অপেক্ষা রাখে না।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl )
For all the latest Sports News Click Here