দেওর-বৌদির পরকীয়া! ‘লীনা পিসি দেখালেই দোষ’, শুরুতেই কটাক্ষের মুখে ‘সোহাগ জল’
‘সোহাগ জল’ নিয়ে শুরুতেই বিতর্ক! একে তো জি বাংলার এই ধারাবাহিকের পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে সরগমর টলিপাড়া। তার মাঝেই ধারাবাহিকের কনটেন্ট নিয়েও উঠল প্রশ্ন। সোমবার থেকে রাত ৯টার স্লটে সম্প্রচার শুরু হয়েছে শ্বেতা ভট্টাচার্য এবং হানি বাফনার ‘সোহাগ জল’-এর। স্টার জলসার ‘এক্কা দোক্কা’কে টেক্কা দেবে এই ধারাবাহিক। কিন্তু শুরুতেই কটাক্ষের মুখে ‘সোহাগ জল’।
শ্বেতার সৌন্দর্য আর সাবলীল অভিনয় শুরুতেই দাগ কেটেছে অনুরাগীদের মনে। কিন্তু নেটপাড়ার একটা বড় অংশের অভিযোগ টিআরপি বাড়াতে এই সিরিয়ালে উঠে আসবে দেওর-বৌদির পরকীয়া। জুঁই আর শুভ্রর বিয়ের অনুষ্ঠান দিয়েই শুরু হয়েছে এই ধারাবাহিক। যদিও নায়ক যে খুব বেশি সুবিধার মানুষ নয় তা বেশ স্পষ্ট হয়ে গিয়েছে। জমির লোভে জুঁইকে বিয়ে করেছে সে, অন্যদিকে জুঁইয়ের দাদাও ধান্দাবাজ। বোনকে পথে বসিয়ে জমি বিক্রির টাকা আত্মসাৎ করবার পরিকল্পনা তাঁর। এইসবের মাঝে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে হানি বাফনা ও সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের একটি দৃশ্য। সিরিয়ালে শুভ্র (হানি বাফনা)-র বিধবা বৌদির চরিত্রে অভিনয় করছেন সুদীপ্তা। দেওরের প্রতি যে তাঁর টান রয়েছে তা বেশ স্পষ্ট।
শুভ্রর বিয়ে নিয়ে মোটেই খুশি নয় সে, এমনকী শুভ্রর ঘনিষ্ঠ হওয়ার সুযোগও হাতছাড়া করে না-এটা প্রথম পর্বেই সাফ হয়ে গিয়েছে। ছেলের প্রতি তাঁর বৌদির এই টান চোখ এড়ায় না শুভ্রর মায়েরও। যদিও বৌদির প্রতি একই ভাবনা শুভ্রর মনেও আছে কিনা তা এখনও জানা যায়নি। কিন্তু দর্শকরা ইতিমধ্যেই এই সিরিয়ালকে ‘পরকীয়ার জল’ বলে ট্রোলিং শুরু করেছেন। কেউ কেউ লিখেছেন, ‘লীনা পিসি পরকীয়া দেখালেই দোষ?’ লীনা গঙ্গোপাধ্যায়ের সিরিয়ালকে টেক্কা দিতেই এই পথ বেছেছে নির্মাতারা এমনটাও বলছেন অনেকে।
যদিও শ্বেতা ভট্টাচার্যের ভক্তরা ‘সোহাগ জল’-এর পাশে দাঁড়িয়ে বলছেন একটা এপিসোড দেখে কোনও সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। সিরিয়ালের প্রথম প্রোমোতেই দেখা গিয়েছিল শুভ্রকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জুঁই। এখন দেখবার ‘দূরে গিয়েও কাছে আসবার’ এই গল্পে কেন বিচ্ছেদের সিদ্ধান্ত নেবে জুঁই। দাদা আর শুভ্রর চক্রান্তের কথা জানতে পেরে? নাকি এই সিদ্ধান্তের পিছনে থাকবে স্বামীর সঙ্গে তাঁর বৌদির পরকীয়া? সবটাই ক্রমশ প্রকাশ্য।
For all the latest entertainment News Click Here