দেওরের সঙ্গে আংটি বদল সারলেন ‘গোপী বহু’! আসল সত্যিটা জানালেন দেবলীনা
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী এবং ‘বিগ বস ১৫’ প্রতিযোগী দেবলীনা ভট্টাচার্য। বুধবার দুপুরে আচমকা খবর চাউর হয়, দীর্ঘ দিনের বন্ধু বিশাল সিং-এর সঙ্গে বাগদান পর্ব সেরে নিয়েছিলেন তিনি। সেই ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু গোটা বিষয়টাই ছিল এক প্রমোশনাল স্টান্ট। অর্থাৎ দেবলীনা ও বিশালের বাগদান হয়নি। নিজেদের আসন্ন প্রোজেক্টের প্রোমোশনে এটা করেছিলেন তাঁরা।
ইনস্টাগ্রামে ফুল হাতে নিয়ে দেবলীনাকে আংটি বদল সারতে দেখা যায় বিশালের সঙ্গে। তাঁদের ছবি নেটমাধ্যমে হু হু করে ছড়িয়ে পড়ে। যখনই গোটা দুনিয়া তাঁদের বাগদানের খবরে শুভেচ্ছা জানাচ্ছেন, তখন ইনস্টাগ্রাম লাইভে আসেন ‘দম্পতি’। জানিয়েছেন, ‘আমরা এনগেজ ঠিকই, কিন্তু সেটা একটি গানের জন্য। গানটির নাম ‘ইটস অফিসিয়াল’ (It’s Official) এবং এটি একটি রোম্যান্টিক গান।’
প্রসঙ্গত, দেবলীনা ও বিশালের একসঙ্গে মিউজিক ভিডিয়ো আসতে চলেছে। সেই ভিডিয়োর প্রোমোশন করতে অনুরাগীদের সঙ্গে খুনসুটি করে বসেন তিনি। লাইভে এসে দেবলীনা জানিয়েছেন, ‘প্রথমবার আমরা একসঙ্গে কোনও মিউজিক ভিডিয়ো করতে চলেছি। যেটা থিম সেটা এই রকমই। গানটা পুরোপুরি ভালোবাসা, বাগদান ও বিয়ে নিয়ে।’
আংটি বদলের প্রোমোশনাল পোস্টে অনুরাগীদের থেকে যে অফুরন্ত ভালোবাসা পেয়েছেন তাঁরা, সেই জন্য ধন্যবাদ জানিয়েছেন সকলকে। পাশাপাশি অনুরাগীদের উদ্দেশে বিশাল জানিয়েছেন, ‘যখনই এমন কিছু হবে আমরা আপনাদের জানাব। আমরা খুব ভালো বন্ধু’। লাইভে অবশ্য় মিউজিক ভিডিয়ো নিয়ে বিস্তারিত কিছু জানানি তাঁরা।
প্রসঙ্গত, গত সপ্তাহেই ‘বিগ বস’এর ঘর থেকে বাদ পড়েছেন দেবলীনা ভট্টাচার্য। পোল টাস্কের সময় পায়ে চোট পেয়েছিলেন তিনি। চোট এতটাই গুরুতর ছিল, যে শো থেকে বাধ্য হয়ে বেরিয়ে আসতে হয় তাঁকে। প্রায় ১৫ ঘণ্টার উপর পোল টাস্কে একভাবে দাঁড়িয়ে থাকার জন্য মূলত এই চোট পান তিনি।
সম্প্রতি নিজের শারীরির অবস্থার আপডেট নিয়ে নেটমাধ্যমে একটি ভিডিয়ো শেয়ার করেছেন দেবলীনা। অস্ত্রোপচারের পর তিনি অনেকটাই সুস্থ আছেন। হাঁটা-চলার অভ্যাস করছেন। পোষ্যের সঙ্গে খেলা করছেন। সদ্য হাসপাতাল থেকে ফিরেছেন বাড়িতে।
For all the latest entertainment News Click Here