দু’হাতে সাপ জড়িয়ে ছবি পোস্ট মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর স্ত্রীর!
মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর স্ত্রীর কাণ্ড দেখুন! হাতে সাপ জড়িয়ে ছবি দিয়ে রীতিমত ভাইরাল অম্রুতা ফড়নবীশ। প্রসঙ্গত অম্রুতা পেশায় একজন ব্যাংক কর্মী। একই সঙ্গে তিনি একাধিক সামাজিক কাজকর্মের সঙ্গেও জড়িত। সোশ্যাল মিডিয়ায় তাঁর বেশ পরিচিতি আছে। এ হেন অম্রুতার কাণ্ড দেখে চক্ষু চড়কগাছ নেট পাড়ার।
অম্রুতা ফড়নবীশ মাঝে মধ্যেই বিভিন্ন ধরনের পোস্ট করে থাকেন সোশ্যাল মিডিয়ায়। তাঁর ব্যক্তিগত জীবন থেকে কী করে শরীর স্বাস্থ্য ফিট রাখতে হবে সেসব টিপস সহ জীবনযাপন করার নানা টিপস ইত্যাদি তিনি আর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন। কিন্তু এদিন তিনি যা পোস্ট করলেন সেটা দেখে সবাই রীতিমত ছিটকে গিয়েছে।
এদিন অম্রুতা তাঁর সোশ্যাল মিডিয়ায় দুটো ছবি পোস্ট করেন। একটিতে তাঁকে দুই হাতে দুটো বিশালাকার সাপ জড়িয়ে থাকতে দেখা যায়। অন্য একটি ছবিতে একটি টিকটিকিকে হাতে নিয়ে পোজ দিতে দেখা যায়। তাও তাঁর চোখে মুখে এতটুকু ভয় নেই। বরং কখনও হেসে কখনও বা পাউট করে ছবি তুলেছেন!
মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর স্ত্রী এদিন এই ছবি দুটোর ক্যাপশনে লেখেন, ‘এই পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর, বিষধর পশু হচ্ছে মানুষ।’ বর্তমানে তাঁর এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল। তাঁর বহু ভক্তরাই এখানে কমেন্ট করেছেন। কেউ কেউ তাঁকে সমর্থন করেছেন, কেউ বা কটাক্ষ করেছেন। এক ব্যক্তি লেখেন, ‘দিক না ছোবল, বুঝবেন তখন।’ আরেকজন তাঁকে সমর্থন করে লেখেন, ‘একদম ঠিক। মানুষ যে জীবনে কতবার রং বদলায়!’ কেউ কেউ আবার মহারাষ্ট্রের বর্তমান সময়ের সঙ্গে ছবিটার মিল খুঁজে পেয়েছেন!
প্রসঙ্গত চলতি বছরের শুরুর দিকে তিনি চর্চায় উঠে আসেন যখন তাঁকে এক ব্যক্তি ১ কোটি ঘুষের প্রস্তাব সহ হুমকি দেন। কালবিলম্ব না করে অম্রুতা সোজাসুজি পুলিশের দ্বারস্থ হন, এবং অভিযোগ করেন। পরে এই মামলায় তিন জনের নামে FIR দায়ের করা হয়। এঁরা হলেন অনিল জয়সিংহানি, অনীক্ষা জয়সিংহানি, এবং নির্মল জয়সিংহানি। পুলিশ তাঁদের বিরুদ্ধে ৭৩৩ পাতার একটি চার্জশিট ফাইল করে।
For all the latest entertainment News Click Here