দু’হাতে মেহেন্দি, প্রাক বিয়ের অনুষ্ঠানে হবু স্বামীর সঙ্গে চুটিয়ে নাচ হনসিকার
শীঘ্রই বিয়ের পিঁড়িতে বলিউড অভিনেত্রী হনসিকা মোতওয়ানি। দীর্ঘ দিনের প্রেমিক সোহেল কাঠুরিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তিনি। আগামী ৪ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন এই জুটি। যোধপুরে বসেছে তাঁদের রাজকীয় বিয়ের আসর। অভিনেত্রীর প্রাক বিয়ের অনুষ্ঠান ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
অভিনেত্রীর মেহেন্দি অনুষ্ঠান থেকে ইতিমধ্যে একাধিক ছবি প্রকাশ্যে এসেছে। দু হাতে মেহেন্দি পরেছেন হনসিকা, পরনে টুকটুকে লাল এবং হলুদের মধ্যে কুর্তি এবং প্যান্ট। হবু স্বামী সোহেলের সঙ্গে মেহেন্দি অনুষ্ঠানে চুটিয়ে নাচ করছেন অভিনেত্রী। দেখুন হনসিকার মেহেন্দি অনুষ্ঠান থেকে সেই ভিডিয়ো-
আরও পড়ুন: ‘অনেক পরিকল্পনা থাকলেও বিশ্রাম নিতে হবে’, জটিল রোগে আক্রান্ত তেলুগু নায়িকা পুনম
কাছের বন্ধু আর পরিবারকে নিয়ে ইতিমধ্যে জয়পুর উড়ে গিয়েছেন হনসিকা। সঙ্গে রয়েছে সোহেল এবং তাঁর পরিবারও। যতদূর জানা গিয়েছে, ৪ ডিসেম্বর সাত পাক ঘুরবেন এই জুটি। প্রাক বিয়ের অনুষ্ঠানের মধ্যে রয়েছে সুফি নাইট, মেহেন্দি আর সঙ্গীতের অনুষ্ঠান।
পরিবারের জন্য থাকছে একটা স্পেশ্যাল পোলো ম্যাচ। আর ৪ তারিখ রাতেই ক্যাসিনো থিম আফটার পার্টির আয়োজনও থাকছে। বিয়ের জন্য জয়পুরের মুনডোটা ফোর্ট অ্যান্ড প্যালেস ভাড়া করেছেন তাঁরা।
হানসিকা মোতওয়ানি এবং সোহেল কাঠুরিয়া ব্যবসায়িক অংশীদার। হানসিকার নিজস্ব ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির একজন মনোনীত অংশীদার সোহেল। পেশায় মুম্বই নিবাসী ব্যবসায়ী সোহেল।
হৃতিক রোশনের সঙ্গে শিশুশিল্পী হিসেবে ‘কোই মিল গ্যায়া’ সিনেমাতে কাজ করেছিলেন হনসিকা। পরবর্তীকালে দক্ষিণী সিনেমাতে অভিনয় করে জনপ্রিয়তা পান। কাজ করেছেন বলিউডেও। ‘সাকা লাকা বুম বুম’, ‘কিউকি সাস ভি কাভি বাহু থি’, ‘সোন পরী’র মতো ধারাবাহিকেও শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন হনসিকা।
For all the latest entertainment News Click Here