‘দুর্বল’ WI-র বিরুদ্ধে ODI-তে খেলবেন না সিরাজ, বিশ্বকাপে তাজা থাকতে ফিরছেন দেশে
ইতিমধ্যেই শেষ হয়েছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের পর আজ অর্থাৎ ২৭ জুলাই থেকে ওডিআই সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া। যদিও এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে মহম্মদ শামিকে। কারণ সামনেই ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ। তার আগে এশিয়া কাপ সহ একাধিক সিরিজ রয়েছে ভারতের। ফলে ক্রিকেটারদের ওয়ার্কলোড নিয়ে বেশ চিন্তিত ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই শামিকে বিশ্রাম দেওয়া হয়েছে। ঘুরিয়ে ফিরিয়ে সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিচ্ছে বিসিসিআই।
এবার ওডিআই সিরিজে মহম্মদ সিরাজের নাম থাকলেও ভারতে উড়িয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেয় বোর্ড। বিশ্বকাপের কথা মাথায় রেখেই সিরাজকে বিশ্রাম দেওয়া হল। রবিচন্দ্রন অশ্বিন, অজিঙ্কা রাহানেদের সঙ্গে দেশে ফিরে আসছেন তিনি। তবে মনে করা হয়েছিল, যেহেতু ওডিআই সিরিজে শামি নেই, তাই পেস অ্যাটাককে নেতৃত্ব দেবেন সিরাজ। কিন্তু তা হল না। ওডিআই সিরিজ না খেলিয়ে দেশে ফিরিয়ে আনা হচ্ছে তাঁকে। যদিও সিরাজের পরিবর্তে দলে কাকে নেওয়া হবে তা এখনও জানায়নি বিসিসিআই। সেদিক থেকে দেখতে গেলে টেস্টে অভিষেক ঘটিয়ে ২ উইকেট তুলে নিয়েছেন বাংলার পেসার মুকেশ কুমার। এই বঙ্গ ক্রিকেটারকে দেখা যাবে বল হাতে। সেই সুযোগ রয়েছে।
তবে সিরাজকে দেশে ফিরিয়ে নিয়ে আসার পিছনে যে কারণ উঠে আসছে, তা হল টানা ম্যাচ খেলা। কারণ ভারতীয় দলের এই পেসার টানা আইপিএল খেলেছেন। শুধু তাই নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছেন। ফলে টানা ম্যাচ খেলায় ওয়ার্কলোড ইস্যু দেখা দিতে পারে। একই সঙ্গে বিশ্বকাপের আগে তারা যেন চোটের কবলে না পড়েন, তাই সিরাজকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যদিও সিরিজ টেস্ট এবং ওডিআই সিরিজে থাকলেও টি-টোয়েন্টিতে ছিলেন না সিরাজ। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দলে একাধিক তরুণ ক্রিকেটাররা রয়েছেন। তবে সিরাজকে বিশ্রাম দেওয়ায় খুব একটা সমস্যা হবে না ভারতীয় দলের। কারণ এই দলে শার্দুল ঠাকুর, জয়দের উনাদকাট এবং মুকেশ কুমাররা রয়েছেন। যারা এই মুহূর্তে বেশ ফর্মেই রয়েছেন। তাদের হাতেই পেস বিভাগের দায়িত্ব দিতে চান রাহুল দ্রাবিড়। আজ অর্থাৎ ২৭ জুলাই থেকে শুরু হতে চলা এই ওডিআই সিরিজও পকেটে তুলে নিতে মরিয়া টিম ইন্ডিয়া।
For all the latest Sports News Click Here