দুর্বল দলের বিরুদ্ধেও এত ভয়! লোকেশ রাহুলের সিদ্ধান্তের কড়া সমালোচনা জাদেজার
দুর্বল জিম্বাবোয়ের বিরুদ্ধে লড়াই। মোটে তিন ম্যাচের সিরিজ। প্রথম ম্যাচে ভারতের দুই ওপেনারই জয় এনে দেন দলকে। সুতরাং স্কোয়াডের বাকি ব্যাটসম্যানদের ব্যাট হাতে মাঠে নামার সুযোগই হয়নি প্রথম ম্যাচে।
প্রথম সারির তারকাদের বিশ্রাম দিয়ে ভারতীয় তরুণদের জিম্বাবোয়ে সফরে পাঠানোর উদ্দেশ্যই ছিল রিজার্ভ বেঞ্চ তৈরি করা। যাচাই করা যে, অদূর ভবিষ্যতে প্রয়োজনে কাদের ডেকে নেওয়া যাবে প্রথম সারির দলে। সুতরাং সিরিজের বাকি দু’টি ম্যাচে ভারত সেই চেষ্টাই করবে, এমনটা ভাবাই স্বাভাবিক।
তবে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে টস জিতে লোকেশ রাহুল ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত জানানোর পরেই এই বিষয়ে ক্ষোভ উগড়ে দেন অজয় জাদেজা। তিনি সমালোচনা করেন রাহুল তথা ভারতীয় টিম ম্যানেজমেন্টের এমন রক্ষণাত্মক মানসিকতার। তাঁর দাবি, সকলকে যাচাই করার জন্য এই ম্যাচে টস জিতে ভারতের শুরুতে ব্যাট করা উচিত ছিল।
ভারত বনাম জিম্বাবোয়ে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন
বোলাররা সকলেই প্রথম ম্যাচে নিজেদের অল্প-বিস্তর মেলে ধরার সুযোগ পেয়েছেন। ব্যাটসম্যানদের দেখে নেওয়া যায়নি। এই সিরিজের পরে প্রথমসারির তারকারা দলে ফিরলে অবধারিতভাবে বাদ পড়তে হবে তরুণ ক্রিকেটারদের। তাই দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে ভারত সিরিজ জয়ের কথা ভেবে শুরুতে ব্যাট করার ঝুঁকি নেবে না, এমনটা মেনে নিতে পারেননি জাদেজা।
আরও পড়ুন:- The Hundred: দুই অ্যাডামকে টপকে ম্যাচের সেরা ডেভিড, UAE লিগের আগে ভারতীয় ফ্র্যাঞ্চাইজিকে খুশি করলেন নমিবিয়ার অল-রাউন্ডার
তাছাড়া প্রথম ম্যাচে ভারত সফলভাবে রান তাড়া করেছে। তাই দ্বিতীয় ম্যাচে স্কোরবোর্ডে কত বড় রান তোলা যায়, ভারতের সেই চেষ্টাই করা উচিত ছিল বলে মনে করেন অজয়।
বিষয়টা এরকম যে, দুর্বল জিম্বাবোয়ের বিরুদ্ধে জয় তুলে নেওয়া নিয়ে কি এতই সংশয়ে ছিল ভারতীয় দল, যে শুরুতে ব্যাট করা গেল না!
For all the latest Sports News Click Here