‘দুর্নীতিতে জর্জরিত বোর্ড’, ক্রিকেট থেকে সাময়িক বিরতি তারকা আফগান ক্রিকেটারের
আফগানিস্তানের ক্রিকেটার উসমান ঘানি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আপাতত বিরতি নিচ্ছেন তিনি। বিরতি নেওয়ার কারণের পিছনে রয়েছে আফগান ক্রিকেট বোর্ডের দুর্নীতি। রশিদ খানদের সতীর্থর দাবি, যদি কখনও বোর্ড ঠিকঠাক ভাবে কাজ করে তখন ফেরার কথা ভেবে দেখতে পারেন তিনি।
আপাতত অবসর নেওয়ার কথা ঘোষনা করে উসমান তিনটি টুইট করেন। প্রথম টুইট করে তিনি বলেন, ‘আমি ভেবেচিন্তে ঠান্ডা মাথায় এই সিদ্ধান্ত নিয়েছি। বোর্ডের মাথায় যারা রয়েছে তারা সকলেই দুর্নীতিগ্রস্ত। তাই আমি আর আফগান বোর্ডের হয়ে খেলবো না। তবে আমি পরিশ্রম করা ছাড়বো না। যদি কখনও ঠিকঠাক ভাবে কর্মকর্তারা কাজ করবে তখন ফিরে আসার কথা ভাবতে পারি।’
দ্বিতীয় টুইট করে তিনি বলেন, ‘সবকিছু ঠিকঠাক হলে ও বোর্ড দুর্নীতিমুক্ত হলে তাহলে আমি আনন্দের সঙ্গে ফিরে আসব। তার আগে পর্যন্ত দেশের হয়ে খেলতে চাই না। বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে অনেকবার দেখা করার চেষ্টা করেছি। কিন্তু দেখা করতে পারিনি।’ এরপরেই তৃতীয় টুইট করে বলেন, ‘আমাকে দল থেকে কেন বাদ দেওয়া হয়েছে সেই বিষয়ে সঠিক উত্তর দিতে পারেনি নির্বাচকেরা।’
উসমান নিজের দেশের হয়ে ৩৫টি টি-টোয়েন্টি ম্যাচ এবং ১৭টি একদিনের ম্যাচ খেলেছেন। ১৭টি একদিনের ম্যাচের মধ্যে একটি ম্যাচে শতরান রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট খেলে এখনও পর্যন্ত তিনি ১২২১ রান করেছেন।
একদিনের ম্যাচে আফগানিস্তানের হয়ে উসমানের অভিষেক হয় ২০১৪ সালে। ২৬ বছরের এই ক্রিকেটার নিজের দেশের হয়ে শেষ ম্যাচ খেলেন এই বছর মার্চ মাসে। এছাড়াও তিনি টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিরুদ্ধে খেলেছেন। বাংলাদেশ প্রিমিয়র লিগে ঢাকা ডমিনেটর্সের হয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেন উসমান।
এই মুহূর্তে আফগান ক্রিকেট বোর্ডের প্রধান হলেন মিরওয়াইস আশরফ। যিনি একসময় দেশের হয়েও ক্রিকেট খেলতেন। আশরফ ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত ক্রিকেট খেলেছেন আফগানিস্তানের হয়ে। ২০২১ সাল থেকে তিনি ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পদে আছেন। ২০২১ সালে আফগান সরকার তালিবানদের দখলে ছিল। সেই বছরে অগাস্ট মাসে তালিবানরা ক্রিকেট বোর্ডের সদর দফতরের দখল নেয়। সেই সময় তালিবানদের সঙ্গে ছিলেন প্রাক্তন ক্রিকেটার আব্দুল্লাহু মাজারী। তালিবানরা অবশ্য বোর্ডের কাজ কর্ম বিষয়ে মাথা ঘলায়নি।কাজ যেমন চলছে তেমনই চালাতে বলা হয় বলেই আফগানিস্তান ক্রিকেট বোর্ড থেকে জানা যাচ্ছে।
For all the latest Sports News Click Here