দুর্ঘটনায় গুরুতর আহত জুবিন নটিয়াল, ভর্তি মুম্বইয়ের বেসরকারি হাসপাতালে
জুবিন নটিওয়াল ভক্তদের জন্য খারাপ খবর। দুর্ঘটনায় গুরুতর চোট পেলেন অভিনেতা, খবর সংবাদমাধ্যম সূত্রে। মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ‘লুট গায়ে’ খ্যাত অভিনেতা। জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে দুর্ঘটনার কবলে পড়েন জুবিন।
বৃহস্পতিবার সকালে ঠিক কী ঘটেছিল জুবিনের সঙ্গে? জানা যাচ্ছে, একটি বিল্ডিংয়ের সিঁড়ি থেকে আচমকাই পড়ে যান জুবিন। তাঁর শরীরের একাধিক চোট লেগেছে। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সবরকম শারীরিক পরীক্ষা করে চিকিৎসকরা দেখেন গায়কের ডান হাতের কনুই ভেঙেছে,পাঁজরে চিড় ধরেছে এবং মাথাতেও চোট রয়েছে। হাসপাতাল সূত্রে খবর, ইতিমধ্যেই জুবিনের ডান হাতে অস্ত্রোপচার হয়েছে। নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে এখন ভক্তকূলকে কোনও আপটেড দেননি জুবিন।
সূত্রের খবর, আপতত চিকিৎসরা তাঁকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। ডান হাতের ব্যবহার একেবারে নিষিদ্ধ, শায্যাশায়ী জুবিন।
গত কয়েক বছরে বলিউডের অন্যতম লিডিং প্লে-ব্যাক সিঙ্গার জুবিন নটিয়াল। লুট গায়ে, মাস্ত নাজারো সে, তুম হি আনা, রাতাঁ লাম্বিয়া-র মতো অজস্র হিট গান রয়েছে তাঁর ঝুলিতে। সম্প্রতি ইয়োহানির সঙ্গে ‘মানিকে মাগে হিতে’ গানটিও ‘থ্যাঙ্ক গড’ ছবির জন্য গেয়েছেন জুবিন। কোনও ফিল্মি কাহিনির চেয়ে কম রোমাঞ্চক নয়, ইন্ডাস্ট্রিতে জুবিনের সফর। ২০১১ সালে রিয়েলিটি টিভি শো ‘এক্স ফ্যাক্টর ইন্ডিয়া’-তে অডিশন দিয়েছিলেন জুবিন নটিয়াল। সেই শো-তে শুরুতেই রিজেক্ট হন গায়ক। এ আর রহমানের পরামর্শ বদলে দিয়েছিল জুবিনের ভাগ্য়। প্রীতমের সুরে ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে গান গেয়ে চর্চায় উঠে আসেন জুবিন। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি।
গত সপ্তাহেই দুবাই-তে লাইভ কনসার্টে যোগ দিয়েছিলে জুবিন নটিয়াল। শীঘ্রই সুস্থ হয়ে কাজে ফিরুন তিনি, এমনটাই প্রার্থন উদ্বিগ্ন জুবিন ভক্তদের।
For all the latest entertainment News Click Here