দুর্গাপুজোর UNESCO স্বীকৃতিলাভের উদযাপন, অমিতের উপস্থিতিতে নৃত্য পরিবেশন ডোনার
শুক্রবার সন্ধ্যায় কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে কলকাতার দুর্গাপুজোর UNESCO স্বীকৃতিলাভের উদযাপন যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিনের অনুষ্ঠানে নৃত্যের মাধ্যমে দুর্গার ৯টি রূপ ফুটিয়ে তোলেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর নাচের ট্রুপ। ওই অনুষ্ঠানের পর রাতে কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেন নৃত্যশিল্পী ডোনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও।
দু’দিন দিনব্যাপী বঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দুর্গাপুজোর UNESCO স্বীকৃতিলাভের উজ্জাপনে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক ভিক্টোরিয়ায় একটি অনুষ্ঠানের আয়োজন করে। এ দিন নৃত্য পরিবেশনের ছবি ফেসবুকে পোস্ট করে ডোনা গঙ্গোপাধ্যায় লিখেছেন, ‘মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ এবং রাজ্যপাল জগদীপ ধনখড়ের উপস্থিতিতে ভিক্টোরিয়া মেমোরিয়ালে পারফর্ম করতে পেরে সম্মানিত বোধ করছি।’
ভিক্টোরিয়ার অনুষ্ঠানের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান তথা প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে নৈশভোজে আমন্ত্রিত ছিলেন অমিত শাহ। ভিক্টোরিয়ার অনুষ্ঠানের পর এ দিন রাত ৮টা নাগাদ সৌরভের বেহালার বাড়িতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, স্বপন দাসগুপ্ত। শাহের জন্য সম্পূর্ণ বাঙালি নিরামিষ ভোজনের আয়োজন করেন সৌরভ।
দুর্গাপুজোর আন্তর্জাতিক স্বীকৃতি উদ্যাপন উপলক্ষকে ঘিরেই কেন্দ্র ও রাজ্যের মধ্যে তরজা চলেছে। বাংলার দুর্গাপুজো নিয়ে আয়োজিত অনুষ্ঠানে রাজ্য সরকারকে ব্রাত্য করে রাখার মতো অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রকে আক্রমণ করেন তিনি। মুখ্যমন্ত্রীকে পালটা কটাক্ষ করতে ছাড়েননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভিক্টোরিয়ার অনুষ্ঠানের পর সৌরভের বাড়িতে অমিত শাহের নৈশভোজ নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। যদিও বাংলার এবিষয় বিজেপির দাবি, এ নিছকই ‘সৌজন্য বিনিময়’।
জানা গিয়েছে, শাহের সৌরভের সঙ্গে সাক্ষাতের সময় গঙ্গোপাধ্যায় পরিবারের মোট ৮ জন সদস্যকে উপস্থিত থাকার অনুমতি পেয়েছিলেন। সেই ৮ জন হলেন, সৌরভ গঙ্গোপাধ্যায় ও তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়, সৌরভের মা নিরুপা গঙ্গোপাধ্যায়, দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। এর পাশাপাশি সৌরভের ২ আপ্ত সহায়ক ও ২ পরিচারিকাকেও উপস্থিত থাকার অনুমতি দেওয়া হয়েছিল।
For all the latest entertainment News Click Here