দুরূহ কোণ খুঁজে অবিশ্বাস্য অ্যাসিস্ট! মেসির গোলের এই ভিডিয়োটি দেখতেই হবে
আর্জেন্তিনার প্রথম গোলের সময় কীভাবে পাসটা দিলেন লিওনেল মেসি? কীভাবে? ওই দুরূহ কোণ থেকে পাস দেওয়াটা কীভাবে সম্ভব?
উত্তরটা একমাত্র জানেন মেসিই। কিন্তু কোনও উত্তর চায় না কেউ। বরং আর্জেন্তিনা বিশ্বকাপের সেমিফাইনালে উঠে যাওয়ার পরও মেসির অ্যাসিস্টে আচ্ছন্ন হয়ে আছে ফুটবল বিশ্ব। শুধু তাই নয়, ‘ম্যাজিক ম্যান’-র জাদুতেই চিরকাল আচ্ছন্ন থাকতে চান ফুটবল সমর্থকরা।
শনিবার (ভারতীয় সময় অনুযায়ী ইংরেজি মতে) বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের প্রথম ৩০ মিনিটে সেরকম আক্রমণে যেতে পারেনি আর্জেন্তিনা বা নেদারল্যান্ডস। বক্সের ভিতরেও সেভাবে কার্যকর হতে পারেনি। কিন্তু আচমকা ৩৫ মিনিটে গোল পেয়ে যায় আর্জেন্তিনা। গোলটা নাহুয়েল মোলিনার নামে লেখা থাকলেও ওটা আদতে মেসির গোল ছিল। তিনি যে দুরূহ কোণ থেকে পাসটা দেন, সেটা স্রেফ অবিশ্বাস্য।
আরও পড়ুন: FIFA World Cup 2022 Semi-Finals: নেইমার বনাম মেসি হল না,সেমিতে লড়াই আর্জেন্তিনার-ক্রোয়েশিয়ার, জানুন ম্যাচের সূচি
কীভাবে গোলটা হয়েছিল?
মাঝমাঠের কাছে সতীর্থ ওটামেন্ডির থেকে বল পান মোলিনা। ডানপ্রান্ত দিয়ে ভিতরের দিকে ঢুকে আসতে থাকেন। কিছুটা উঠে বল বাড়ান মেসিকে। বল ধরতেই তাঁর ছেঁকে ধরার চেষ্টা করেন নেদারল্যান্ডসের খেলোয়াড়রা। কিন্তু তাঁরা মেসির নাগাল পাননি। সম্ভবত এটাও ভাবতে পারেননি যে মেসি ওই দুরূহ কোণ দিয়ে বল পাস করবেন। ঠিক সেটাই করেন মেসি। নেদারল্যান্ডসের এক খেলোয়াড়ের দু’পায়ের ফাঁক দিয়ে নিজের ডানদিক ঘেঁষে বাঁ পায়ে থ্রু পাস দেন আর্জেন্তিনার অধিনায়ক। যে পাস থেকে নিখুঁত ফিনিশ করেন মোলিনা।
ওই গোলের পর এক ধারাভাষ্যকার বলেন, ‘এটা এখনও পর্যন্ত বিশ্বকাপের অন্যতম সেরা পাস। ম্যাজিক ম্যান মেসি।’ গোলের রিপ্লে দেখানোর সময় তিনি আরও বলেন, ‘ফাঁকা জায়গাটা কোথায় ছিল? এই তো এখানে। অপূর্ব গোল। নিজের সতীর্থকে হতাশ করেননি মোলিনা। এটা অবিশ্বাস্য অ্যাসিস্ট।’ সঙ্গে তিনি যোগ করেন, ‘যে ম্যাচে দুই প্রান্তেই তেমন বিপদ আসেনি, সেই ম্যাচে আচমকা মেসি জীবন্ত হয়ে উঠলেন। যে কাজটা তিনি এবারের বিশ্বকাপে একাধিকবার করেছেন।’
আরও পড়ুন: Netherlands Goal against Argentina: শেষ মিনিটে আর্জেন্তিনাকে বোকা বানাল নেদারল্যান্ডস! টিকে রইল বিশ্বকাপে: ভিডিয়ো
আর্জেন্তিনা বনাম নেদারল্যান্ডস ম্যাচ
কোয়ার্টার ফাইনালে মোলিনা এবং মেসির গোলে ২-০ গোলে এগিয়ে ছিল আর্জেন্তিনা। ৮৩ মিনিটে একটি গোল শোধ করেন ওয়াউট ওয়েঘর্টস। তারপর ১০১ মিনিটে ২-২ গোল করে নেদারল্যান্ডস। তারপর টাইব্রেকারে জিতে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গিয়েছে আর্জেন্তিনা।
For all the latest Sports News Click Here