দুরন্ত ছন্দে থাকা ওড়িশাকে লাইনচ্যুত করে এ বছর ISL-এ প্রথম জয়ের স্বাদ পেল কেরালা
এই বছর আইএসএলে শেষ পর্যন্ত জয়ে ফিরল কেরালা ব্লাস্টার্স। রবিবার দুরন্ত ছন্দে থাকা ওড়িশা এফসি-র বিজয়রথ থামিয়ে দিল কেরলের দলটি। এ দিন তিলক ময়দানে প্রথমার্ধ গোলশূন্য ছিল। বিরতির পর ম্যাচের তিনটি গোলই হয়।
এ দিনের ম্যাচে প্রথমার্ধে দুই দলই মরিয়া হয়ে ঝাঁপালেও গোলের মুখ খুলতে পারেনি ওড়িশা এবং কেরলের মধ্যে কেউই। কেরালা ব্লাস্টার্স শুরু থেকে ৪-৪-২ ছকে খেলছিল। ওড়িশা আবার এক স্ট্রাইকার সামনে রেখে ৪-২-৩-১ ছকে দল নামায়। তবে শুরু থেকে এ দিন ওড়িশার লড়াই ঠিকমতো দানা বাঁধতে পারছিল না। বরং অনেক বেশি আত্মবিশ্বাসী ছিল কেরলের দিলটি। ম্যাচের সাত মিনিটের মাথায় আদ্রিয়ান লুনার দারুণ ফ্রি কিক বাঁ দিকে ঝাঁপিয়ে অনবদ্য ভাবে সেভ করেন ওড়িশার গোলকিপার কমলজিৎ সিং। তা না হলে ম্যাচের একেবারে শুরুতেই এগিয়ে যেত কেরালা ব্লাস্টার্স।
এ দিকে ওড়িশা বেশ কিছু সুযোগ তৈরি করেছিল বটে। কিন্তু কাজে লাগাতে পারেনি একটিও সুযোগ। হাভিয়ের এর্নান্দেসের একটি শট ক্রসবারের উপর দিয়ে চলে যায়। হেন্ডরি অ্যান্টনির ভলি বাঁচান কেরালার গোলরক্ষক আলবিনো গোমস। তবে কেরালার দল বহু চেষ্টা করেও বিরতির আগে ওড়িশার রক্ষণ ভেঙে গোলের মুখ খুলতে পারেনি।
দ্বিতীয়ার্ধে ৬২ মিনিটে শেষ পর্যন্ত আলভারো ভ্যাজকুয়েজের গোলে এগিয়ে যায় কেরালা ব্লাস্টার্স। এর পর রক্ষণে জোর দিয়ে প্রতি আক্রমণের স্ট্র্যাটেজি নেয় কেরালা। ৮৫ মিনিটে প্রশান্ত কারুথাদতকুনির গোলে ২-০ এগিয়ে যায় কেরলের দল। তবে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ইনজুরি টাইমে নিখিল রাজের গোলে ব্যবধান কমায় ওড়িশা। এতে অবশ্য কোনও লাভ হয়নি। চলতি আইএসএলে প্রথম পরাজয়ের মুখ দেখে ওড়িশার দলটি।
তবে এ দিন ম্যাচ হেরেও ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থান ধরে রাখল ওড়িশা এফসি। আর কেরালা ব্লাস্টার্স প্রথম ম্যাচে জয় পেয়ে উঠে এল লিগ তালিকার ছয় নম্বরে। তাদের ৪ ম্যাচে ৫ পয়েন্ট।
For all the latest Sports News Click Here