দুরন্ত কিপিং ভরতের, এবার কি তবে দ্বিতীয় উইকেটকিপারের জায়গাও খোয়াতে হবে ঋদ্ধিকে?
টেকনিকের দিক দিয়ে ঋদ্ধি ভারত তথা বিশ্বের অন্যতম সেরা উইকেটকিপারদের দলে পড়েন, এটা অস্বীকার করার মতো লোক খুঁজে পাওয়া মুশকিল হবে। তবে ঋষভ পন্তের সঙ্গে তাঁর টেস্ট দলে ঢোকার লড়াইয়ে মাপকাঠি হয়ে দাঁড়ায় ব্যাটিং।
ভারতীয় ক্রিকেটমহলে একটা ধারণা প্রচলিত যে, ঋষভ পন্ত ঋদ্ধির থেকে অনেক ভালো ব্যাট করেন। তবে ঋদ্ধি তুলনায় অনেক ভালো উইকেটকিপার। শেষমেশ ব্যাটসম্যান পন্তের উপরেই টিম ম্যানেজমেন্ট আস্থা রাখায় ঋদ্ধিমানকে পরিণত হতে হয়েছে টেস্ট দলের দ্বিতীয় উইকেটকিপারে। পন্ত হয়ে উঠেছেন প্রথম পছন্দের কিপার।
বাস্তবিকই, ঋদ্ধি যতটুকু সুযোগ পেয়েছেন, ব্যাট হাতে চমক দিতে পারেননি। পন্ত দিনে দিনে কিপার হিসেবেও নিজেকে পরিণত করেছেন। এবার কেএস ভরত ভারতীয় ক্রিকেটের আঙিনায় ঢুকে পড়ায় ঋদ্ধিমানের প্রতিদ্বন্দ্বী বাড়ল সন্দেহ নেই।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে পন্ত নেই। এমনিতে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে টেস্ট দলে জায়গা ধরে রাখেন ঋদ্ধিমান। তবে নিউজিল্যান্ড সিরিজে তিনি প্রথম পছন্দের উইকেটকিপার। কানপুর টেস্টে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন বাংলার তারকা উইকেটকিপার-ব্যাটসম্যান। তার উপর ঘাড়ে অস্বস্তি দেখা দেওয়ায় তৃতীয় দিনে কিপিং করতেও পারেননি তিনি।
কেএস ভরত পরিবর্ত উইকেটকিপার হিসেবে যে রকম পারফর্ম্যান্স উপহার দেন, তাতে ভবিষ্যতে টেস্ট দলের দ্বিতীয় উইকেটকিপার হিসেবেও ঋদ্ধির জায়গা টলমল বলা যায়। সুযোগ পেলে ভরত যদি ব্যাট হাতে নজর কাড়তে পারেন, তবে টেস্ট দলে ঋদ্ধির জায়গা পাওয়া নিয়েই সংশয় তৈরি হতে পারে।
কানপুর টেস্টের তৃতীয় দিনে দু’টি ক্যাচ ধরেন ভরত। একটি স্টাম্প আউটও করেছেন তিনি। নীচু হয়ে যাওয়া বলে ভরতের কিপিং মনে ধরেছে বিশেষজ্ঞদের।
For all the latest Sports News Click Here