দুরন্ত আসালঙ্কা,আফগানদের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে সমতা ফেরাল শ্রীলঙ্কা
শুভব্রত মুখার্জি: বুধবার পাল্লিকিলেতে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা এবং আফগানিস্তান দুই দল। ম্যাচে টানটান উত্তেজনার সাক্ষী থাকল দুই দলের সমর্থকরা। হাই স্কোরিং ম্যাচে আফগানিস্তান দলকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল শ্রীলঙ্কা। সৌজন্যে অবশ্যই তাঁদের বাঁহাতি ব্যাটার চারিথ আসালঙ্কা। তাঁর অপরাজিত অর্ধশতরানের ইনিংসে ভর করেই রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল লঙ্কানরা।
শ্রীলঙ্কার স্কোর একটা সময় ছিল ৬ উইকেটে ২৪৯। এরপর চারিথ আসালঙ্কা,ডুনিথ ওয়েল্লাগেকে সঙ্গী করে ৬৫ রানের একটি অপরাজিত পার্টনারশিপ গড়ে দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যান। রেকর্ড ৩১৪ রান তাড়া করে তৃতীয় ওয়ানডে জিতে সিরিজ ১-১ করল শ্রীলঙ্কা। আফগানিস্তানের ওপেনার ইব্রাহিম জাদরান এদিন একটি দুর্দান্ত শতরানের ইনিংস উপহার দেন। ১৬২ রান করেন তিনি। আর অপরদিকে নাজিব জাদরান করেন ৭৭ রান। ফলে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১৩ রান করে।
জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার হয়ে ওপেনার কুশল মেন্ডিস ৬৭ রান করেন। পাথুম নিসঙ্ক ৩৫, দীনেশ চান্দিমাল ৩৩ রান করেন। চারিথ আসালঙ্কা ৭২ বলে ৮৩ রান করেই অপরাজিত থেকে যান। অধিনায়ক দাসুন শানাকা ৪৩ রান করেন। দুনিথ ওয়েল্লাগে ৩১ রান করে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। এই জয়ের ফলে সুপার লিগে ১০ পয়েন্ট তুলে নিল শ্রীলঙ্কা দল। ফলে পরের বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটে তাঁরা সরাসরি যোগ দেওয়ার সুযোগ অনেকটাই বাড়িয়ে নিল। ম্যাচে রশিদ খান ৩৭ রান দিয়ে চারটি উইকেট নেন।
এদিন আফগানদের হয়ে চতুর্থ উইকেটে জুটিতে ১৫৪ রান যোগ করেন দুই জাদরান। নাজিব জাদরান এবং ইব্রাহিম জাদরান । ফলে চতুর্থ উইকেট জুটিতে আফগানদের হয়ে নয়া নজির গড়ে এই জুটি। এর আগের নজির তাঁরা গড়েছিল ২০১৩ সালে। সেবার জুটিতে ১৪৪ রান তুলেছিল নওরোজ মোঙ্গল এবং সামিউল্লাহ সিনওয়ারি।
For all the latest Sports News Click Here