‘দু’বার দেখে ফেলেছি, আবার দেখব’, ‘বিক্রম বেদা’য় হৃতিককে দেখে মুগ্ধ প্রেমিকা সাবা
হৃতিক রোশনে আরও এক বার মুগ্ধ সাবা আজাদ। ‘বিক্রম বেদা’য় প্রেমিকের অভিনয় দেখে তাঁর প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী-গায়িকা।
ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘এত সুন্দর একটি ছবির তৈরি করার ‘ বিক্রম বেদা’র টিমকে অনেক অনেক শুভেচ্ছা। ছবিটি ইতিমধ্যেই দু’বার দেখে ফেলেছি। ভবিষ্যতে আবার দেখব’।
তিন বছর পর এই ছবির হাত ধরেই ফের পর্দায় ফিরলেন হৃতিক। প্রেমিকের নতুন ছবির জন্য দিন গুনছিলেন সাবাও। প্রেক্ষাগৃহে গিয়ে ‘বিক্রম বেদা’ দেখার কথা মনে করিয়ে দিয়েছেন অনুরাগীদেরও। এমনকী অগ্রিম টিকিট বুকিংয়ের জন্যও ইনস্টাগ্রামে নানা পোস্ট করেছেন তিনি।
নেটমাধ্যম মারফত হৃতিক-সাবার আলাপ। সেই আলাপ থেকেই বন্ধুত্ব। বন্ধুত্ব থেকে প্রেম। মাঝেমধ্যেই হাতে হাত রেখে ইতিউতি পৌঁছে যান তাঁরা। প্রথমে যদিও সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন দু’জনেই। তবে এখন আর কোনও রাখঢাক নয়। বিমানবন্দর হোক বা করণ জোহরের ঝাঁ চকচকে পার্টি, সবেতেই হৃতিকের সঙ্গী সাবা। নেটমাধ্যমেও দু’জনের প্রেম আঁচ ভালোই মেলে।
(আরও পড়ুন: মূল ধারার ছবির ‘আলটিমেট’ অভিনেতা, হৃতিককে কেন বললেন করণ জোহর?)
প্রথম দিনে বক্স অফিসে আশানুরূপ ফল করেছে ‘বিক্রম বেদা’। আয়ের অঙ্ক দশ কোটি। বাংলাতেও নেহাত মন্দ ব্যবসা করছে না। জনপ্রিয় তামিল অ্যাকশন-থ্রিলারের হিন্দি পুনর্নির্মাণের উপর ভরসা রাখছেন সিনেপ্রেমীরা। নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতার এক বিশিষ্ট বাণিজ্য বিশেষজ্ঞ জানিয়েছেন, হৃতিক-সইফের যুগলবন্দির মহিমায় প্রথম দিনেই প্রেক্ষাগৃহগুলির ৬০% আসন ভরে উঠেছে।
(আরও পড়ুন: ‘দুই নায়ক এই জন্য এক সিনেমা করতে চায় না’, বিক্রম বেদা মুক্তির আগে বিস্ফোরক সইফের বোন সোহা আলি খান)
চলতি বছরে আগাম বুকিংয়ের ক্ষেত্রে আশার আলো দেখিয়েছে ‘ব্রহ্মাস্ত্র’ এবং ‘ভুল ভুলাইয়া ২’। এই দু’টি ছবির পরেই রয়েছে ‘বিক্রম বেদা’।
For all the latest entertainment News Click Here