দুবাই ওপেনের সেমিফাইনালে পৌঁছলেন সানিয়া-হার্ডেকা জুটি
শুভব্রত মুখার্জি: ডব্লুটিএ ৫০০ দুবাই ওপেন বা বলা ভাল দুবাই ডিউটি ফ্রি টেনিস চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছে গেলেন ভারতীয় টেনিসের সুপারস্টার সানিয়া মির্জা। চেক রিপাবলিকের লুসি হার্ডেকাকে সঙ্গী করে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করলেন তিনি। তারা নিজেদের কোয়ার্টার ফাইনাল ম্যাচে স্ট্রেট সেটে জয় পেলেন। জাপানের সুকো আয়োয়ামা এবং সার্বিয়ার অ্যালেকজান্ড্রা ক্রুনিককে হারালেন সানিয়ারা।
প্রসঙ্গত দুবাই ডিউটি ফ্রি টেনিস চ্যাম্পিয়নশিপে ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেয়েছিলেন সানিয়া-হার্ডেকা জুটি। সানিয়াদের পক্ষে খেলার স্কোর ৭-৫,৬-৩। ডব্লুটিএ ৫০০ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে কার্যত অনায়াস জয় পেল এই ভারতীয়-চেক রিপাবলিক জুটি। ফাইনালে তারা মুখোমুখি হবেন টুর্নামেন্টের শীর্ষ বাছাইয়ের। কোয়ার্টার ফাইনালে শীর্ষ বাছাই জুটি জাপানের এনা শিবাহারা এবং চিনের সুয়াই ঝ্যাঙ্গ জুটি হারাল ইউক্রেনের লুডমিলা কিচেনক এবং লাটভিয়ার জেলেনা অস্টাপেঙ্কো জুটিকে।
এই টুর্নামেন্টের শিরোপা জয়ের স্বাদ সানিয়া মির্জা এর আগে ও পেয়েছেন। ২০১৩ সালে আমেরিকার বেথানি-ম্যাটেক-স্যান্ডের সঙ্গে জুটি বেঁধে তিনি এই শিরোপা জিতেছিলেন। এর পাশাপাশি ৩৫ বছর বয়সি তারকা ভারতীয় ৬ টি গ্র্যান্ড স্ল্যামের শিরোপাও জিতেছেন। উল্লেখ্য এই বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগেই সানিয়া জানিয়েছিলেন ২০২২ সাল তার ক্যারিয়ারের শেষ বছর হতে চলেছে।
For all the latest Sports News Click Here