দুবাইয়ে বর্ষবরণের উৎসবে মাতোয়ারা কিয়ারা, সঙ্গী ‘পছন্দের মালহোত্রা’ সিদ্ধার্থ
বিয়ের সানাই বেজে উঠল বলে। কানাঘুষোয় শোনা যাচ্ছে আর মাত্র কয়েক সপ্তাহের অপেক্ষা কিয়ারা আদবানি এবং সিদ্ধার্থ মালহোত্রার চার হাত এক হতে। বলি পাড়ার এই জনপ্রিয় জুটির বিয়ে নিয়ে আলাপ আলোচনার শেষ নেই! তার আগেই এই দুই বলি তারকাকে দুবাইয়ে বর্ষবরণের উৎসবে মাততে দেখা গেল। অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রামে স্টোরিজে একটি ছবি শেয়ার করেন রবিবার। আর সেটার ক্যাপশনে লেখেন, ‘পছন্দের মালহোত্রারা।’ সেই ছবিতে সিদ্ধার্থের সঙ্গে তাঁর কাকু তথা বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রাকেও দেখা গিয়েছে।
ছবিটি ইনস্টাগ্রামে আদতে মণীশ মালহোত্রা শেয়ার করেছিলেন। সেই ছবিতে কিয়ারার পরনে একটি সবুজ রঙের ছোট পোশাকে দেখা গিয়েছে। করণ জোহর, মণীশ মালহোত্রার সঙ্গে এই বলি জুটি দুবাইয়ে বর্ষবরণের উৎসবে মেতে উঠেছিলেন। এই জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার ছবিটি তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন, ‘আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই।’
নতুন বছরকে বরণ করার আগেই একটি পার্টিতে নিতু কাপুর, ঋদ্ধিমা কাপুরের সঙ্গে যোগ দিয়েছিলেন কিয়ারা এবং সিদ্ধার্থ। নিতু এবং ঋদ্ধিমা দুজনেই সেই অনুষ্ঠানের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন।
কিয়ারা-সিদ্ধার্থর বিয়ে নিয়ে নানা আলোচনা চলছে, তার মধ্যেই ইটাইমসের একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তাঁরা গাঁটছড়া বাঁধতে চলেছেন। রাজস্থানে বসবে বিয়ের আসর, তার আগে তাঁরা বর্ষবরণের উৎসবে মেতে উঠলেন আরব সাগরের পাড়ে। শোনা যায় বিগত বেশ কয়েক বছর ধরে তাঁরা একটি প্রেমের সম্পর্কে আছেন। যদিও কখনই তাঁরা প্রকাশ্যে এই বিষয়ে মুখ খোলেননি।
‘শেরশাহ’ ছবির শ্যুটিংয়ের সময় তাঁদের ঘনিষ্ঠতা বাড়ে বলে শোনা যায়। ছবিটি ২০২১ সালে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল। এই ছবিতে বিক্রম বাত্রার চরিত্রে অভিনয় করেছিলেন সিদ্ধার্থ। আর তাঁর প্রেমিকা, ডিম্পল চিমার চরিত্রে অভিনয় করেছিলেন কিয়ারা। সম্প্রতি তাঁদের একটি বিজ্ঞাপনে একত্রে দেখা গিয়েছে।
For all the latest entertainment News Click Here