দুবাইয়ের বুর্জ খলিফায় দেখানো হল পাঠান-এর ট্রেলার, নাচলেন শাহরুখ, দেখুন ভিডিয়ো
শাহরুখ ভক্তদের জন্য অবশেষে এসে গেল সেই বিশেষ মুহূর্ত। শনিবার বিশ্বের সবচেয়ে উঁচু বুর্জ খলিফায় প্রদর্শিত হল পাঠান-এর ট্রেলার। কালো ক্যাজুয়াল পোশাক, ম্যাচিং জ্যাকেটে এদিন দেখা মিলল কিং খানের। বুর্জ খালিফার সামনের এক স্টেজে দাঁড়িয়ে দেখলেন, করলেন সিগনেচার স্টেপও।
এই প্রোমোশনাল ইভেন্টের সময় পাঠানের ঝুমে জো পাঠান-এর হুক স্টেপও করেন তিনি। তাঁর মুখে শোনা যায় ছবির ডায়লগও। দুবাইয়ের ছবি আর ভিডিয়ো অনলাইনে শেয়ার করা হয়েছে শাহরুখ খানের একাধিক ফ্যানক্লাবের তরফ থেকে।
আরেকটা ভিডিয়োতে একটা ইভেন্টে শারুখকে পাঠানের বিখ্যাত ডায়লগ বলতে শোনা গেল। ‘পার্টি রাখোগে তো মেহমান নাবাজিকে লিয়ে পাঠান তো আয়েগা অর সাথ মে পটাকা ভি লায়েগা।’ ছবি থেকে নিজের আরেকটি সংলাপও বলেন ‘আপনি কুর্সি কি পেটি বাঁধ লো, মৌসম বিগড়নে ওয়ালা হ্যায়।’
শাহরুখ আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টির উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি পাঠানের প্রচারের জন্য দুবাই গিয়েছিলেন। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠানে আরও দেখা মিলেছে দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানার। ২৫ জানুয়ারি বিশ্বব্যপী মুক্তি পেতে চলেছে এই সিনেমা।
ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশনের ভাইস প্রেসিডেন্ট নেলসন ডি’সুজা পাঠানের ট্রেলার বুর্জ খলিফায় প্রদর্শিত হওয়া প্রসঙ্গে বলেছিলেন, ‘পাঠান বর্তমান সময়ের সবচেয়ে অধীরভাবে প্রতীক্ষিত চলচ্চিত্রগুলির মধ্যে একটি। এবং এর মতো একটি চলচ্চিত্র দর্শকদের কাছে উপস্থাপন করার ক্ষেত্রে চমক থাকাই উচিত। আমরা ঘোষণা করতে পেরে আনন্দিত যে দুবাই শাহরাখ খান এবং পাঠান-কে উদযাপন করতে প্রস্তুত। ছবির ট্রেলারটি আইকনিক বুর্জ খলিফায় প্রদর্শিত হবে! আমরা আনন্দিত যে শাহরুখ খান, যিনি বর্তমানে ইন্টারন্যাশনাল লিগ T20-এর জন্য সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন, তিনি যখন ট্রেলারটি বিশ্বের সবচেয়ে উল্লেখযোগ্য স্থাপত্যগুলির মধ্যে একটিতে প্রদর্শিত হবে তখন সেখানে উপস্থিত থাকবেন।’
তবে শাহরুখ-দীপিকার সিনেমা নিয়ে বিতর্কের ঝড় কমার নাম নিচ্ছে না, বেশরম রং গানের গেরুয়া বিকিনির দৃশ্য নিয়ে যা শুরু হয়েছিল। বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে ইতিমধ্যেই নানা রাজ্যে ছবি বয়কটের ডাক তোলা হয়েছে। এমনকী, দাবি উঠেছে হিন্দু ধর্মের নেতাদের তা আগে দেখাতে হবে। তাঁরা যদি ছবিতে শিলমোহর দেন তবেই পাঠানকে সিনেমা হলে আসতে দেওয়া হবে।
তবে এসবের মাঝেও শাহরুখ ভক্তদের উৎসাহে কোনও কমতি নেই। শুক্রবারই শাহরুখ ফ্যানক্লাবের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারত জুড়ে ৫০০০ অনুরাগীদের জন্য ফার্স্ট ডে ফার্স্ট শো আয়োজনের। ভারতের ২০০টিরও বেশি শহরে যা দেখানো হবে। এই উদযাপন শুধুমাত্র প্রথম দিনেই হবে না, চলবে প্রজাতন্ত্র দিবসের সপ্তাহান্ত অবধি।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest entertainment News Click Here