দু’বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে কলকাতায়, ইডেনে কবে হবে সেই ২ ম্যাচ?
কুড়ি মাস পর (খাতায়-কলমে) আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে কলকাতায়। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে জানানো হয়েছে, চলতি নভেম্বরে ইডেন গার্ডেন্সে টি-টোয়েন্টি এবং আগামী বছরের ফেব্রুয়ারিতে একদিনের ম্যাচ খেলবে ভারত।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ঘরের মাঠে ভারত যে সিরিজগুলি খেলবে, সেগুলি সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই সূচি অনুযায়ী, আগামী ২১ নভেম্বর ভারত এবং নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ ইডেন গার্ডেন্সে হবে। সেইসঙ্গে আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচ খেলবে ভারত। কোনও টেস্ট অবশ্য পায়নি ইডেন গার্ডেন্স।
বিসিসিআইয়ের সেই ঘোষণার ফলে ২০ মাস পরে ইডেনে ক্রিকেট ফিরতে চলেছে। গত বছর ১৮ মার্চ ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে খেলার কথা ছিল ভারতের। কিন্তু বৃষ্টির জেরে সেই ম্যাচ বাতিল হয়ে যায়। সেই অনুযায়ী, ইডেনে শেষ আন্তর্জাতিক ম্যাচ সম্পূর্ণ হয়েছিল ২০১৯ সালে। সেই বছর ঐতিহাসিক পিঙ্ক বল টেস্ট হয়েছিল ইডেনে। ২০১৯ সালের ২২-২৪ নভেম্বরের সেই ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল ভারত। ইডেনে ভারত শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল আরও আগে। ২০১৮ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে নেমেছিলেন বিরাটরা।
ভারত বনাম নিউজিল্যান্ড
১) ১৭ নভেম্বর : প্রথম টি-টোয়েন্টি, জয়পুর।
২) ১৯ নভেম্বর : দ্বিতীয় টি-টোয়েন্টি, রাঁচি।
৩) ২১ নভেম্বর : তৃতীয় টি-টোয়েন্টি, কলকাতা।
৪) ২৫ নভেম্বর থেকে ২৯ নভেম্বর : প্রথম টেস্ট, কানপুর।
৫) ৩ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর : দ্বিতীয় টেস্ট, মুম্বই।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ
১) ৬ ফেব্রুয়ারি, ২০২২ : প্রথম একদিনের ম্যাচ, আমদাবাদ।
২) ৯ ফেব্রুয়ারি, ২০২২ : দ্বিতীয় একদিনের ম্যাচ, জয়পুর।
৩) ১২ ফেব্রুয়ারি, ২০২২ : তৃতীয় একদিনের ম্যাচ, কলকাতা।
৪) ১৫ ফেব্রুয়ারি, ২০২২ : প্রথম টি-টোয়েন্টি, কটক।
৫) ১৮ ফেব্রুয়ারি, ২০২২ : দ্বিতীয় টি-টোয়েন্টি, ভাইজাগ।
৬) ২০ ফেব্রুয়ারি, ২০২২ : তৃতীয় টি-টোয়েন্টি, ত্রিবান্দ্রম।
ভারত বনাম শ্রীলঙ্কা
১) ২৫ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ, ২০২২ : প্রথম টেস্ট, বেঙ্গালুরু।
২) ৫ মার্চ থেকে ৯ মার্চ, ২০২২ : দ্বিতীয় টেস্ট, মোহালি।
৪) ১৩ মার্চ, ২০২২ : প্রথম টি-টোয়েন্টি, মোহালি।
৫) ১৫ মার্চ, ২০২২ : দ্বিতীয় টি-টোয়েন্টি, ধরমশালা।
৬) ১৮ মার্চ, ২০২২ : তৃতীয় টি-টোয়েন্টি, লখনউ।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা
১) ৯ জুন, ২০২২ : প্রথম টি-টোয়েন্টি, চেন্নাই।
২) ১২ জুন, ২০২২ : দ্বিতীয় টি-টোয়েন্টি, বেঙ্গালুরু।
৩) ১৪ জুন, ২০২২ : তৃতীয় টি-টোয়েন্টি, নাগপুর।
৪) ১৭ জুন, ২০২২ : চতুর্থ টি-টোয়েন্টি, রাজকোট।
৫) ১৯ জুন, ২০২২ : পঞ্চম টি-টোয়েন্টি, দিল্লি।
For all the latest Sports News Click Here